বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের জনপ্রিয় সিরিজ পালসার। এই সিরিজে সবচেয়ে বেশি বিক্রি হয় পালসার এন১৬০ এবং এন১৫০। এই দুই মডেল আপডেটেড ভার্সনে নতুন রূপে বাজারে হাজির হলো।
তরুণদের কাছে বেশ পছন্দের মোটরসাইকেল বাজাজ পালসার। নতুন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য সুখবর। শোরুমে চলে এসেছে নতুন মোটরসাইকেল। কী কী স্পেসিফিকেশন রয়েছে এবং কত দাম আসুন জেনে নেওয়া যাক।
নতুন দুটি বাইক দিয়ে ২০২৪ সালের যাত্রা শুরু করল বাজাজ। তবে এই মোটরসাইকেলগুলো অনেকের চেনা। এদিন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। বুধবার ভারতের বাজারে লঞ্চ হল নতুন বাজাজ পালসার এন১৬০ এবং এন১৫০ মডেল। মোটরসাইকেল দুইটিতে যোগ হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি।
বাইকের যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে তার সুবিধা তোলার জন্য আনা হয়েছে নির্দিষ্ট অ্যাপ। যার মাধ্যমে বাইকের সমস্ত তথ্য ফোনেই পেয়ে যাবেন। মিলবে কল/এসএমএস অ্যালার্ট এবং মেসেজ। এই অ্যাপের মাধ্যমে বাইকে বসে কল রিসিভ ও ডিসকানেক্ট করা যাবে।
এই সব সুবিধা ছাড়াও বাইকে তেল খরচ সংক্রান্ত তথ্যও দেখা যাবে। মিলবে স্পিড, ইঞ্জিন রেভ এবং গিয়ার পজিশন তথ্য। নতুন এলসিডি ডিসপ্লে দুই মোটরসাইকেলকে আরও মডার্ন লুক দিয়েছে।
বাজাজ পালসার এন১৬০ ২০২৪ ভার্সন
ভারতের অন্যতম জনপ্রিয় নেকেড স্ট্রিট ফাইটার মোটরবাইক বাজাজ পালসার এন১৬০। ১৫৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে। যা সর্বোচ্চ ১৬ পিএস শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪ লিটার। মাইলেজ দেয় ৫১ কিমি প্রতি লিটার। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং সঙ্গে চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। উপরোক্ত আপডেটের ফলে বাইকের নতুন দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ৩০ হাজার রুপি।
বাজাজ পালসার এন১৫০ ২০২৪ ভার্সন
অন্যদিকে বাজাজ পালসার এন১৫০ মডেলেও যোগ হয়েছে নতুন এলসিডি ডিসপ্লে সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। এতে রয়েছে ১৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স।
এই বাইকে মাইলেজ পাওয়া যায় লিটারে ৪৭.৫ কিমি। বাইকটিতে ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় রয়েছে ডিস্ক ও পেছন চাকায় ড্রাম ব্রেক। সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই বাইকের দাম ভারতে ১ লাখ ১৭ হাজার রুপি।
নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পাশাপাশি দুই বাইকে নতুন কালার এবং গ্রাফিক্সও যোগ করা হয়েছে। যার ফলে বাইকের চেহারা আগের থেকে অনেকেটাই পালটে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।