বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে এলো বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। ১৬০ সিসির এই বাইকে আছে ডুয়েল-চ্যানেল এবিএস। বাংলাদেশের বাজারে এর দাম পড়ছে আড়াই লাখ টাকার মতো।
নতুন বাইকটিতে ব্যবহার হয়েছে ১৬৪.৮২ সিসি অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি ও অনুপ্রেরণা।
পালসার ২৫০ যে চ্যাসিসে তৈরি হয়েছে নতুন পালসার এন১৬০-তে একই চ্যাসিস দেখা যাবে। সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সনে ৩১ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক ও ডুয়াল চ্যানেল এবিএস ভার্সনে ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ম থাকছে, যা দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করবে। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে।
নতুন বাইকে ২৫০ সিসি মডেলের হেডল্যাম্প ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই বাইকে প্রজেক্টর হেডল্যাম্পের সঙ্গেই থাকছে এলইডি ডিআরএল। ইন্ডিকেটরে বাল্ব ব্যবহার হলেও টেললাইটে এলইডি দিয়েছে কোম্পানিটি। আগের মতোই এই মডেলেও থাকছে স্প্লিট সিট। আপরাইট আর্গোনমিক্সের জন্য এই বাইকে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙে তৈরি। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। পালসার এন১৬০-এ থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
২০৪৬ সালের ভালোবাসা দিবসে গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।