বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজ পালসার সিরিজের দুটি অনবদ্য মডেল NS200 এবং NS160। নতুন বছর উপলক্ষে এদিন দুই বাইকে নয়া আপডেট যোগ করেছে কোম্পানি। যা চমক দিতে পারে বাইক-প্রেমীদের। বিশেষ করে পালসার-প্রেমীদের। মূলত, নতুন ফিচার যোগ করা হয়েছে দুই বাইকে। এই মুহূর্তে ভারতের কম দামি স্পোর্টস বাইক সেগমেন্টের বাজার জমে উঠেছে। সেই দৌড়ে ছাপ ফেলতে বাজাজের তুরূপের তাশ NS200 ও NS160।
2024 বাজাজ পালসার NS200 ও NS160 : নতুন ফিচার্স
প্রতিপক্ষের সঙ্গে যে বিভাগে পিছিয়ে পড়ছিল বাজাজ অর্থাৎ LED হেডল্যাম্প এবং LED DRL তা যোগ করা হয়েছে। এর সঙ্গে বাইকে যোগ হয়েছে নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। কিছুদিন আগে নতুন N150 ও N160 মডেল লঞ্চ হয়, সেখানে একই আপডেট যোগ করেছে বাজাজ। এই ডিজিটাল ক্লাসটারে একাধিক তথ্য দেখতে পাবেন চালক।
গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে মোবাইল নোটিফিকেশন এলার্ট, ফুয়েল ইকোনোমি ডেটা ইত্যাদি। বাইকে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও পাওয়া যাবে। বাম দিকে থাকা সুইচ গিয়ারের মাধ্যমে এই ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন। সঙ্গে ডাউনলোড করতে হবে বাজাজ রাইড কানেক্ট অ্যাপ।
মোবাইল চার্জিং করার জন্য মিলবে USB চার্জিং পোর্ট। বাইকে যে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যেত তাঁকে বিদায় জানিয়েছে বাজাজ। যেহেতু বর্তমান সব বাইকেই ডিজিটাল ইন্সট্রামেন্টশন যোগ হয়ে গিয়েছে। তাই পিছিয়ে থাকতে চায় না বাজাজও।
ফিচারের দিক নানা নতুন বৈশিষ্ট্য যোগ হলেও ইঞ্জিন থাকছে একই রকম। NS200 মডেলে পাবেন 199 সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ 24.16 হর্সপাওয়ার এবং 18.74 এনএম টর্ক উৎপন্ন করে। আর NS160 মডেলে 160 সিসি ইঞ্জিন যা সর্বাধিক 16.96 হর্সপাওয়ার এবং 14.6 এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
ইঞ্জিনের সঙ্গে হার্ডওয়্যার ফিচারও একই রয়েছে। ডিস্ক ব্রেক সঙ্গে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। দামের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
2024 বাজাজ পালসার NS200 ও NS160 : সম্ভাব্য দাম
এই মুহূর্ত NS200 পুরনো মডেলের দাম শুরু 1.42 লাখ টাকা থেকে। এবং NS160 এর দাম শুরু 1.24 লাখ টাকা থেকে। দুই বাইকের নতুন দাম এখনও প্রকাশ করেনি বাজাজ। তবে আশা করা হচ্ছে, আগের মডেলের থেকে কয়েক হাজার টাকা দাম বেশি রাখা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।