স্পোর্টস ডেস্ক : ইসরায়েল জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা। জার্মান এই ব্র্যান্ড দাবি করছে, এই সিদ্ধান্ত এক বছর আগেই নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে গত দুই মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের হামলার ফলে পুমার পণ্য বয়কটের যে ডাক উঠেছে, তার কোনো সম্পর্ক নেই।
নাইকি ও অ্যাডিডাসের পর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলছে আগামী বছর থেকে ইসরায়েলের জার্সি সরবরাহ না করার সিদ্ধান্তের একটি কপি পেয়েছে তারা।
২০১৮ সালে ইসরায়েলের সঙ্গে প্রথম চুক্তি হয় পুমার। তখন থেকেই বয়কট আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদাবি, এমন চুক্তির মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন করছে ব্র্যান্ডটি। যদিও পুমা বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বলেছে তারা শুধু জাতীয় দলের স্পনসর, পশ্চিম তীরে অবস্থিত কোনো ক্লাবকে তারা অর্থ দিচ্ছে না।
গত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন শহরে পুমার আউটলেটের সামনে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী। এতে ব্র্যান্ডটি আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। ২০২১ সালে এমন আন্দোলনের মুখে ইউনিলিভার বেন অ্যান্ড জেরি নামের একটি আইসক্রিম ব্র্যান্ডের মালিকানা বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল।
তবে পুমা বলছে, আন্দোলনের মুখে নয়, আর্থিক কারণেই তারা ইসরায়েলের জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ‘কম কিন্তু বড়’ গ্রাহক তৈরির যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেটাই কার্যকর করতে যাচ্ছে। ২০২২ সালে পুমা জাতীয় দলের ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রাহককে হারিয়েছে। ইতালি তাদের ছেড়ে অ্যাডিডাসকে বেছে নিয়েছে জার্সির স্পনসর হিসেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে খুব বড় কোনো দলের সঙ্গে চুক্তি করবে বলে পুমার নথিতে আভাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
‘চুক্তির শর্তে একমত হতে না পেরে’, এবং বড় বড় টুর্নামেন্টে পুমার জার্সি দেখা যাচ্ছে না বলে ‘কিছু কিছু জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করবে না’ বলে লেখা হয়েছে ওই গোপন নথিতে। ১৯৭০ সালের পর কোনো বড় টুর্নামেন্টে অংশ নেয়নি ইসরায়েল। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে আছে দলটি। আর ইসরায়েলের জনসংখ্যাও মাত্র ৯৭ লাখ, ফলে জার্সি বিক্রি করেও খুব বেশি আয় হচ্ছে না পুমার।
আগামী বছর সার্বিয়ার সঙ্গেও চুক্তি বাতিল করতে যাচ্ছে। ২০১৮ সালে প্রথম ইসরায়েলের সঙ্গে চুক্তি করার পর থেকেই বয়কটের দাবি উঠেছে, কিন্তু এই সময়ে নিজেদের বিক্রি দ্বিগুণ বাড়িয়ে ২০২২ সালে ৮৪০ কোটি ইউরোতে তুলেছে পুমা।
কিন্তু এখন ‘আরও শক্তিশালী কিছু জাতীয় দলের সঙ্গে চুক্তি করার সুযোগ ভেবে দেখতে চায় তারা’- অন্তত ওই মেমোতে এমনটাই লেখা বলে দাবি ফিন্যান্সিয়াল টাইমসের। এ ব্যাপারে সংবাদমাধ্যমটির প্রশ্নের জবাব দেয়নি ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।