রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি এও জানান, বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা।
এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, দেহ পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৬ জনের লাশের দাবি করছে চারটি পরিবার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৪৩ জন ভর্তি আছে। এদের মধ্যে দুজনের অবস্থা উন্নতি হওয়ায় বেডে স্থানান্তর করা হয়েছে।
১০ জনের অবস্থা গুরুতর। যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে দুজন শিক্ষক। পরিচয় সনাক্ত না হওয়া ৬ জনের মধ্যে চারজনের বিপরীতে দাবিদার এসেছে। তাদের ডিএনএ টেস্ট করে ম্যাচ হওয়ার পর লাশ হস্তান্তর করা হবে। তবে এখনও দুটি লাশের দাবিদার আসেনি।
তিনি এও জানান, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি দল আসছে বাংলাদেশে। তারা এলে চিকিৎসায় কোনো পরিবর্তন প্রয়োজন মনে করলে তারা করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।