বিনোদন ডেস্ক : প্রেম-বিচ্ছেদ, আবারও প্রেম!—এমন খবরেই এখন আলোচনায় বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। একটা সময় বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যেত শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবি। তবে মাঝে বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছিলেন তারা। যদিও এরপর একাধিকবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে। তাতে অনেকেই মনে করছেন, মুখে স্বীকার না করলেও সম্পর্কে জড়িয়ে আছেন জাহ্নবি-শিখর।
সম্প্রতি আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও একটু উসকে দিলেন খোদ চর্চিত তারকা কাপল। জানা গেছে, অনুষ্ঠানে সকলের নজর এড়িয়ে বেরিয়ে আসেন জাহ্নবি-শিখর। তবে সেখানে উপস্থিত ছবি শিকারিদের হাত থেকে মোটেই রেহাই পাননি তারা।
সেই মুহূর্তের ছবি দেখে সকলের মন্তব্য, তারা নিশ্চয়ই সম্পর্কে রয়েছেন। ছবিগুলো তেমনই ইঙ্গিত দিচ্ছে! শুধু এই অনুষ্ঠান নয়, গতকাল তাদের আবারও তিরুমালার তিরুপতি মন্দিরে একসঙ্গে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, শিখরের জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে গিয়েছেন তারা।
এমনকি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শিখরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জাহ্নবি। এমন সব খবরে কারও বুঝতে বাকি নেই যে, আবারও নিজেদের কাছাকাছি চলে এসেছেন জাহ্নবি-শিখর। যদিও বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।