পুরুষ কুমিরের সংস্পর্শ ছাড়াই সন্তান জন্ম দিলো কুমির

পুরুষ কুমিরের

আন্তর্জাতিক ডেস্ক : কখনো শুনেছেন কি, কোনো পুরুষ কুমিরের সংস্পর্শ ছাড়াই কুমির গর্ভবতী? এই প্রথমবারের মত বিজ্ঞানীদের অবাক করে দিয়ে সন্তানের জন্ম দিলো এক কুমারী কুমির। কোস্টারিকার একটি চিড়িয়াখানায় এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৮ জুন) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুরুষ কুমিরের

বিজ্ঞানীদের দাবি, প্রায় ১৬ বছর থেকে মা কুমিরটি কোনো পুরুষ কুমিরের সান্নিধ্যে আসেনি। প্রথমবারের মতো কোনো ধরনের প্রজনন প্রক্রিয়া ছাড়াই সন্তানের জন্ম দিল কুমিরটি।

এক জার্নালে সংশ্লিষ্টরা দাবি করেছেন, নারী কুমিরটি যে ছানার জন্ম দিয়েছে তার ডিএনএ মায়ের সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। অর্থাৎ কুমিরটি কোনো পুরুষ কুমিরের সংস্পর্শ ছাড়াই নিজ ডিএনএ থেকে পরিপূর্ণ ভ্রূণ তৈরিতে সক্ষম হয়েছে।

প্রজনন প্রক্রিয়া ছাড়া সন্তানের ভ্রূণ তৈরির এ প্রক্রিয়াকে ফ্যাকালটেটিভ পার্থেনোজেনেসিস বলা হয়। এর আগেও পাখি মাছ ও অন্য সরীসৃপদের মধ্যে এ ধরনের প্রক্রিয়া দেখা গেলেও কুমিরের ক্ষেত্রে এবারই প্রথম। ররয়্যাল সোসাইটি জার্নাল বরাত বায়োলজি লেটার্স এ এই তথ্যটি জানা যায়।

২০১৮ সালে প্রক্রিয়াটির মাধ্যমে কুমিরটি ১৪টি ডিম উৎপাদন করতে সক্ষম হয়। গবেষকরা ধারণা করছেন, তারা এ বৈশিষ্ট্যটি তাদের বিলুপ্ত পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এটাও অনুমান করা হয়, ডাইনোসররা স্ব-প্রজননে সক্ষম ছিল।

ভুয়া সন্দেহে মারধরের পর জানল তিনি পুলিশ

বেলফাস্টে জন্মগ্রহণকারী গবেষক ডা. ওয়ারেন বুথ বিবিসির এক প্রতিবেদনে জানান, ‘এ ঘটনাটি আশ্চর্যজনক বটে কিন্তু অসম্ভব নয়।’