বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয়। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনাকে কেন্দ্র করে পুরুষদের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন মাহি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চোখের সামনে স্ত্রী-সন্তানকে পুড়ে মারা যেতে দেখে ট্রেন থেকে না নেমে নিজেও পুড়ে মারা গেলেন বেনোপোল এক্সপ্রেসের এক যাত্রী।
এঘটনাকে কেন্দ্র করে মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেছেন-
‘বউ বাচ্চা মারা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে, তখনও তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হব না। এই ভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।’
ভারতের পুলিশ কনস্টেবলরা কালো আর অফিসাররা বাদামি জুতো কেন পরেন
ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বেনাপোল এক্সপ্রেসের এই যাত্রীদের মৃত্যুর বিভৎস দৃশ্য গণমাধ্যমগুলো প্রকাশ না করলেও ঘটনাস্থলে উপস্থিত জনগণ মোবাইলে সেটা ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।