পুরুষের কেমন হাত নারীর কাছে পছন্দনীয়

পুরুষের কেমন হাত

লাইফস্টাইল ডেস্ক : নারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি নেই পুরুষদের। কিন্তু পুরুষের কোন অঙ্গটি নারীদের বেশি পছন্দ এমন প্রশ্ন করা হলে অনেকেই নিজস্ব মত দেবেন। তবে জেনে রাখা দরকার যে একজন নারীর কাছে পুরুষের হাত দারুণ আকর্ষণীয়। তবে হাতটিকে কিছু যোগ্যতায় পাস করতে হবে।

পুরুষের কেমন হাত

বিজ্ঞান বলছে পুরুষদের হাতের প্রতি নারীদের বিশেষ দুর্বলতা রয়েছে। শিরা–উপশিরা দেখা যায়, এমন হাত সত্যিই নারীদের শিহরিত করে। এছাড়া পুরুষদের হাতের আঙুলের কথাই ধরুন। ডান হাতের অনামিকা আর তর্জনীর মধ্যে উচ্চতার পার্থক্য নিয়ে গবেষণা চলছে।

বেগুন ভাজা, ভর্তা ছেড়ে এবার খান সর্ষে বেগুন

সমীক্ষায় জানা গেছে, তর্জনী থেকে অনামিকার উচ্চতা বড় হলে সেই পুরুষ তুলনামূলকভাবে বেশি সন্তান প্রজননে সক্ষম। তার বুদ্ধিও অন্যদের তুলনায় বেশি হয়ে থাকে। এমন পুরুষকেই তো নারীরা চাইবেন।