বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’র পর্দা নেমেছে গত ৭ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। আর এবারের আসরের পুরস্কার জিতেছে বাংলাদেশকে নিয়ে বিদেশি পরিচালকের সিনেমা ‘হারা ওয়াতান (হারানো ভূমি)’।
মূলত এটি নির্মিত হয়েছে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে। উৎসবের হরাইজনস বিভাগে বিশেষ জুরি পুরস্কার জিতেছে জাপানি নির্মাতা আকিও ফুজিমোতোর এই সিনেমাটি।
এর গল্প সম্পর্কে ভ্যারাইটি লিখেছে, পরিবারের একাংশের সাথে পুনর্মিলনের আশায় শফি (৪) এবং তার বোন সোমিরা (৯) বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির ছেড়ে মালয়েশিয়ায় পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়ে।
এর আগে, সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে বিসাতো ডি’ওরো পুরস্কার পেয়েছেন আকিও ফুজিমোতো। এছাড়া সিনেমাটি নেটপ্যাক স্পেশ্যাল মেনশন পেয়েছে!
বলা দরকার, এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন লায়ন পুরষ্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। তিনটি ভিন্ন পরিবার এবং তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে এই সিনেমাতে। আর ‘দ্য স্ম্যাশিং মেশিন’র জন্য সেরা পরিচালক হিসেবে সিলভার লায়ন পেয়েছেন বেনি সাফদি। ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ পেয়েছে গ্র্যান্ড জুরি পুরষ্কার। কাউথার বেন হানিয়ার সিনেমাটি একটি ড্রামা ধাচের। ৫ বছর বয়সী ফিলিস্তিনি মেয়ের বাস্তব জীবনের হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। অনুষ্ঠানে বেন হানিয়া তার এই পুরস্কার উৎসর্গ করেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং গাজার অস্তিত্ব রাক্ষার্থে জীবন দেওয়া ‘নায়কদের’।
চ্যাটজিপিটি দিয়ে বিদায়ি বার্তা লিখে ‘ফেঁসে গেলেন’ দুই ফুটবলার
উৎসবে ‘দ্য সান রাইজেস অন আস অল’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই, ইতালির ‘লা গ্রাজিয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন টনি সার্ভিলো, হরাইজনস বিভাগে ‘সংস অব ফরগটেন ট্রিস’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন ভারতের বাঙালি মেয়ে অনুপর্ণা রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।