পুরুষরা নিজের সঙ্গে এই ৫টি জিনিস অবশ্যই রাখবেন

পুরুষরা

লাইফস্টাইল ডেস্ক : পুরুষদের জন্য শুধুমাত্র একটা চিরুনি আর বাকি সব মেয়েদের জন্য। এখন থেকে এই ধারণা থেকে বের হয়ে আসেন। যে কোনও সময়ে, যে কোনও অবস্থায় নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি। যা তাই পুরুষদের অত্যন্ত জরুরি এই পাঁচটি জিনিস কাছে রাখা জরুরি।

পুরুষরা

১। পারফিউম
নিজের মুড ভাল রাখতে সাহায্য করবে। ঘামের দুর্গন্ধ ও চ্যাটচ্যাটে ভাব দূর করে তরতাজা করে তুলবে আপনাকে।

২। গ্রুমিং কিট
একটা চিরুনি, ছোট আয়না আর ট্রিমার, গ্রুমিং কিটে এই তিনটে জিনিস অবশ্যই রাখুন।

৩। হেডফোন বা বই
যারা গান শুনতে ভালবাসেন, যাত্রাপথে গান শোনার জন্য রাখুন একটা হেডফোন। আর যদি পড়তে ভালবাসেন তাহলে রাখুন বই।

৪। জিমের জন্য স্যানিটাইজার স্প্রে
জিমে একই মেশিন একাধিক লোক ব্যবহার করেন। তা থেকে সংক্রমণ হওয়ার সম্ভানা থাকে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে জিম স্যানিটাইজার স্প্রে করুন মেশিনে।

শর্ট ড্রেসে সুইমিংপুলে যামিনীকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া

৫। স্প্রে মিন্ট
কিছু কিছু খাবারে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। তাই ব্যাগে আপনার সবসময়ের সঙ্গী করে ফেলুন মিন্ট স্প্রে।