বাড়ির আঙ্গিনায় টবের মধ্যে ঢেঁড়স চাষের উপায়

ঢেঁড়স চাষের উপায়

লাইফস্টাইল ডেস্ক : ঢেঁড়শ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, যা ক্যালসিয়াম এবং ভিটামিন-এ সমৃদ্ধ। শহরের বাসায় টবে চাষ করা খুবই সহজ। সামান্য যত্ন নিলেই বেলে-দোআঁশ মাটি এবং জৈব সারের সমন্বয়ে বড় টব বা মাটির চাড়িতে Pusha Sawani, Long Green, অথবা Long White জাতের ঢেঁড়শ গাছ লাগাতে পারেন।

ঢেঁড়স চাষের উপায়

কীভাবে টবে ঢেঁড়শ চাষ করবেন:

  1. মাটি প্রস্তুতি: উর্বর ও ঝুরঝুরে মাটির সঙ্গে চা চামচ পরিমাণ টিএসপি সার ও ১১৬ গ্রাম সরিষার খৈল মিশান।
  2. বীজ বপন: Pusha Sawani বা Long Green বীজ ২৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে মাঝারি আকারের টবে বুনুন। প্রতি টবে ২-৩টি বীজ রাখুন।
  3. গাছের যত্ন: গাছ ১০-১২ সেন্টিমিটার হলে ১ চা চামচ ইউরিয়া এবং মিউরেট অব পটাশ মাটির সঙ্গে মেশান।

পোকা ও রোগ প্রতিরোধ:
শুঁয়া পোকার আক্রমণ থেকে বাঁচাতে প্রতি লিটার পানিতে ১ মিলি ডায়াজিনন-৮০ মিশিয়ে স্প্রে করুন। ভাইরাস রোগ দেখা দিলে আক্রান্ত গাছ তুলে ফেলুন।

Infinix Note 50 Pro: 120 ওয়াট চার্জিং এবং DSLR-ক্যামেরা অভিজ্ঞতা

ফসল সংগ্রহ:
বীজ বপনের দুই মাস পর ঢেঁড়শ সংগ্রহ শুরু করুন। কচি অবস্থায় তুলুন, কারণ দেরি হলে ফল শক্ত হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে যায়।