বিনোদন ডেস্ক : পুষ্পা, কেজিএফ, অ্যানিম্যালকে বিরাট টক্কর দিল নতুন মালায়ালাম ছবি ‘মার্কো’। এটি বর্তমানে ভারতের সবচেয়ে হিংসাত্মক ছবি হিসাবে চিহ্নিত হয়েছে। শোনা গিয়েছে ছবিতে এত প্রচন্ড পরিমাণ হিংস্রতা দেখানো হয়েছে যা দেখে দর্শকদের মধ্যে অনেকে প্রেক্ষাগৃহেই বমি করে ফেলেছেন।
এক বছর আগে যখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তখন এটি ভারতের সবচেয়ে হিংস্র ছবির শিরোপা পেয়েছিল। ছবিতে যে পরিমাণ রক্তপাত আর হিংস্রতা দেখানো হয়েছিল তা দেখে হতবাক হয়েছিলেন বহু দর্শক। কিন্তু এবার এইসব ছবিকে বিরাট টক্কর দিল নতুন মালায়ালাম ছবি ‘মার্কো’। এটি বর্তমানে ভারতের সবচেয়ে হিংসাত্মক ছবি হিসাবে চিহ্নিত হয়েছে। শোনা গিয়েছে ছবিতে এত প্রচন্ড পরিমাণ হিংস্রতা দেখানো হয়েছে যা দেখে দর্শকদের মধ্যে অনেকে প্রেক্ষাগৃহেই বমি করে ফেলেছেন।
উন্নি মুকুন্দন অভিনীত এই মালায়ালাম অ্যাকশন থ্রিলার ভারতে সবচেয়ে হিংস্রতা বা হাইপারভায়োলেন্সের জন্য আলোচিত হচ্ছে। হানিফ আদেনি পরিচালিত এই ছবিতে উন্নি মুকুন্দন ছাড়াও অভিনয় করেছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু এস থিলাকান এবং কবির দুহান সিং। প্রাথমিক স্ক্রিনিংয়ের পরে, অনেক দর্শকই জানিয়েছিলেন যে ‘অ্যানিম্যাল’, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মতো এই ছবিও বড় জায়গা করে নেবে। একজন দর্শক বলেছিলেন, ‘আমার পাশে বসা মহিলা পর্দায় হিংসাত্মক দৃশ্য সহ্য করতে না পেরে আমার শার্টের উপরই বমি করে ফেলেছিলেন।’
ছবিতে গ্রাফিক্সের মাধ্যমে শিশুদের বিরুদ্ধে সহিংসতার দৃশ্যের ফুটে উঠেছে। এই ধরনের দৃশ্য সাধারণত ভারতীয় ছবিতে দেখানো হয় না। এই ছবিটিকে ‘জন উইক’ এবং ‘সিন সিটি’-এর মতো আন্তর্জাতিক অ্যাকশন সিনেমার সঙ্গে তুলনা করা হয়েছে।
মার্কো বক্স অফিস সংগ্রহ
মার্কো ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। এটি প্রথম ছয় দিনে ভারতে ২৫ কোটি টাকা আয় করেছে এবং বিশ্বব্যাপী ৫০ কোটি ক্লাবে দিকে এগিয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে, ‘মার্কো’ একাই কেরালায় ২৫.২৫ কোটি টাকা আয় করেছে। সেখানে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আয় করেছে মাত্র ৩০ কোটি টাকা। মার্কো ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী প্রাপ্তবয়স্ক-রেটযুক্ত মালায়ালাম চলচ্চিত্রের খেতাব জিতেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।