বিনোদন ডেস্ক : এমনিতেই কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছেন দক্ষিণী ছবিগুলি। কয়েকদিন আগেই জানা গিয়েছিল শুরু হয়ে গিয়েছে পুষ্পা ২ এর শ্যুটিং। Pushpa The Rise সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এবার তাই ঢেলে সাজানো হচ্ছে এই ছবির সিক্যুয়াল Pushpa The Rule । ছবির বাজেট গত বারের তুলনায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে টাকা অঙ্কটা শুনলে ভিরমি খাবেন আপনিও!
‘পুষ্পা’-র সাফল্যের পর এবার আরও ধামাকাদার হতে চলেছে এই ছবির সিকুয়্যাল অর্থাৎ ‘পুষ্পা ২’ (Pushpa 2)। এমনিতেই কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছেন দক্ষিণী ছবিগুলি। যার শুভসূচনা হয়েছিল ‘পুষ্পা’ ছবির মাধ্যমেই। বলিউডে ১০০ কোটির ক্লাব থেকে রাতারাতি হাজার কোটির ক্লাবের তারকা হয়ে উঠলেন আল্লু অর্জুন (Allu Arjun), রামচরণ (Ramcharan), যশরা (Yash)। কেজিএফ টু এর সাফল্যের পর প্রস্তুতি শুরু করে দিল পুষ্পা। এবার পুষ্পাকে ছাপিয়ে গেল পুষ্পা ২। কিন্তু কীভাবে?
এবার নাকি ঢেলে সাজানো হচ্ছে পুষ্পা ২ ছবিটি। যার ফলে এই ছবির বাজেটে আগেরবারের তুলনায় হয়েছে দ্বিগুণ। পুষ্পার বাজেট ছিল ১৯৩ কোটি। এবার পুষ্পা ২ এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। শোনা যাচ্ছে এই ছবির জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন আল্লু। পুষ্পার প্রথমার্ধে আল্লুর পারফর্ম্যান্সে মুগ্ধ দর্শক।
জানা গিয়েছে, পুষ্পা দ্য রাইজের মতোই পুষ্পা ২ ছবিটিও ১৭ ডিসেম্বর রিলিজ করতে চলেছে বলেই সূত্রের খবর। পুষ্পা ২ ছবিতে সরাসরি যুক্ত থাকছেন Allu Aravind। Telugu Industry -র নামী প্রযোজক অরবিন্দ। জানা গিয়েছে, Pushpa The Rule ছবির Hindi Version -এর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওই ভার্সনের ব্যবসার দায়িত্বও ন্যস্ত রয়েছে Aravind -এর কাঁধে।
Allu Arjun এর Pushpa The Rise সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। হিন্দি বেল্টে ওই ছবির বিজ্ঞাপন করাই হয়নি। তবু ভালো ব্যবসা করেছে সুকুমারের ওই ছবিটি। KGF Chapter 2 এর দুর্দান্ত সাফল্যের পর Pushpa ছবির সিক্যুয়ালকে আরও বড় ক্যানভাসে নিয়ে আসছেন পরিচালক। মাঝপথে শ্যুটিং থামিয়ে চিত্রনাট্য ঘষামাজার কাজ চালাচ্ছেন সুকুমার। চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশের দাবি, KGF 2 র জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে Pushpa The Rule। ভালো ব্যবসাও করবে। আর সেই কারণেই Pushpa 2 নিয়ে রীতিমতো দড়ি টানাটানি খেলা শুরু করেছে দুই OTT সংস্থা।বর্তমানে Pushpa The Rise Amazon Prime Video তে স্ট্রিম হচ্ছে। ওই সংস্থা চাইছে প্রথম ছবির মতো দ্বিতীয়টিও তাদের সংস্থায় রিলিজ করা হোক। এদিকে Disney+ Hotstar ও ছবির সত্ত্ব পেতে মরিয়া। সূত্রের খবর, ইতিমধ্যেই Pushpa 2 কেনার জন্য প্রযোজনা সংস্থাকে মোটা অঙ্কের অফার দেওয়া হয়েছে। কিন্তু শেষ মেষ কী হয় সেটাই দেখার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।