বিনোদন ডেস্ক : ‘ঝুঁকেগা নেহি সালা’ পুষ্পা ছবির সবচেয়ে জনপ্রিয় ডায়লগ। আর এই ডায়লগের সাথে মুখভঙ্গি ও নিজের অনবদ্য অভিনয় দিয়ে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। তবে পর্দায় এই ছবির আকাশচুম্বী সফলতা হলেও বাস্তব জীবনে ঝুঁকতেই হলো অভিনেতাকে। জানা গেছে, গাড়ির কাঁচ কালো হওয়ায় পুলিশ আল্লু অর্জুনকে ৭০০ রুপি জরিমানা করেছে। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সিনেমা আর বাস্তব জীবন এক নয়। খবর জি নিউজের।
জানা গেছে, হায়দরাবাদে আল্লু অর্জুনের দামি একটি গাড়ির কাঁচ কালো হওয়ায় রাস্তায় গাড়িটিকে আটকায় পুলিশ। এরপরই আইন ভঙ্গের কারণে এই অভিনেতাকে ৭০০ রুপি জরিমানা করা হয়। প্রভাবশালী অভিনেতা হলেও আইনের কাছে ঠিকই ঝুঁকতে হলো এই অভিনেতাকে।
আল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাদের গাড়ির কাঁচ কালো অথবা অন্য রঙের লাগান, যা ভারতীয় আইন বহির্ভুত। মূলত দুটি কারণে তারকারা আইন ভেঙে হলেও কালো রঙের গাড়ির কাঁচ লাগান। প্রথমত, এতে গাড়ির ভেতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কি না। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাঁচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেনো, ছাড় পাচ্ছেন না কেউই। এবার এর আওতায় এসেছেন আল্লু অর্জুনও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।