বিনোদন ডেস্ক : আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা অভিনীত ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিতি মুক্তির পর থেকেই একের পর রেকর্ড তৈরি করেছে। পুষ্পা ২ এর ‘শ্রীভল্লী’ থেকে ‘ও আন্তাভা’ কিংবা ‘স্বামী স্বামী’ সব গানই মন জয় করেছেন দর্শকদের।
এক নজিরবিহীন রেকর্ড করল ‘পুষ্পা দ্য রাইজ’! এবার ভারতীয় ছবি হিসেবে নয়া রেকর্ড’ পুষ্পা দ্য রাইজ ‘ এর ঝুলিতে। ক’রোনা পরবর্তী সময় এই সিনেমাই হল মুখী করতে পেরেছে দর্শকদের। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এই ছবি। তাই সব মিলিয়ে এই ছবি ভিউ হয়েছে ৫ বিলিয়ান। যা আর কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে আগে হয়নি।
এই ছবি কেবল মাত্র হিন্দি ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলেই ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল পুষ্পা। এছাড়া বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। প্রযোজনা সংস্থার ভেরিফায়েড পেজ থেকেও শেয়ার করে নেওয়া হয়েছে সেখানেই লেখা রয়েছে, “ভারতের প্রথম অ্যালবাম যেটা ৫ বিলিয়ন ভিউ ছাড়াল’। আর সেই পোস্টারের ওপরে লেখা, ‘অল টাইম রেকর্ড। ‘পুষ্পা’-র সাফল্যের পর এবার আরও ধামাকাদার হতে চলেছে এই ছবির সিকুয়্যাল অর্থাৎ ‘পুষ্পা ২’ (Pushpa 2)।
এমনিতেই কো’ভিড পরবর্তী সময়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছেন দক্ষিণী ছবিগুলি। যার শুভসূচনা হয়েছিল ‘পুষ্পা’ ছবির মাধ্যমেই। বলিউডে ১০০ কোটির ক্লাব থেকে রাতারাতি হাজার কোটির ক্লাবের তারকা হয়ে যান আল্লু অর্জুন (Allu Arjun)। শুধু তাই প্যান ইন্ডিয়া স্টারের তকমা পান তিনি।
এবার নাকি ঢেলে সাজানো হচ্ছে পুষ্পা ২ ছবিটি। যার ফলে এই ছবির বাজেটে আগেরবারের তুলনায় হয়েছে দ্বিগুণ। পুষ্পার বাজেট ছিল ১৯৩ কোটি। এবার পুষ্পা ২ এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। শোনা যাচ্ছে এই ছবিটি ২০২৩ এ আসতে চলেছে বড়পর্দায়।
পুষ্পা: দ্য রাইজের জন্য আল্লু নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। কিন্তু পুষ্পা ২ এর জন্য পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছে আল্লিু অর্জুন। তেলুগু সুপারস্টার পুষ্পার সিকুয়্যালের জন্য পারিশ্রমিক প্রায় দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন একা আল্লুই।
ছবিতে লুকানো কুকুরটি খুঁজে পাননি অনেকেই, আপনিও চেষ্টা করে দেখুন
জানা গিয়েছে, পুষ্পা দ্য রাইজের মতোই পুষ্পা ২ ছবিটিও ১৭ ডিসেম্বর রিলিজ করতে চলেছে বলেই সূত্রের খবর। পুষ্পা ২ ছবিতে সরাসরি যুক্ত থাকছেন Allu Aravind। Telugu Industry -র নামী প্রযোজক অরবিন্দ। জানা গিয়েছে, Pushpa The Rule ছবির Hindi Version -এর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওই ভার্সনের ব্যবসার দায়িত্বও ন্যস্ত রয়েছে Aravind -এর কাঁধে।-এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।