বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার হায়দরাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে প্রচার সারছিলেন নায়ক।
প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়িতে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে দেখায় পুলিশকে। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।
ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট্টগোল। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত।
আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩ টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।