Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন
আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন

Saiful IslamDecember 20, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘যে কোনো সময়’ আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Putin

প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন ট্রাম্প। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরবেন তিনি। রাশিয়ার অনুকূলে হলেও শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

বছর শেষে বার্ষিক সংবাদ সম্মেলনে ৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তার সৈন্যরা যুদ্ধক্ষেত্র এগিয়ে ছিল। তারপরেও তারা পরে আক্রমণ শুরু করে, যেটি নিয়ে তিনি অনুতপ্ত।

পুতিন স্বীকার করতে বাধ্য হন যে, তিনি জানেন না রাশিয়া কবে নাগাদ পশ্চিম কুর্স্ক অঞ্চল ফিরিয়ে নিতে পারবে; যেখানে গত আগস্টে ইউক্রেন সেনারা আগ্রাসন শুরু করে।

পুতিনের বার্ষিক প্রশ্নোত্তর সেশন মূলত টেলিভিশনে সম্প্রচার করা হয়।

এটি ঐতিহ্যবাহীও বটে। এতে পুতিনকে কিছু অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীনও হতে হয়। পুতিন সেখানে সাড়ে চার ঘণ্টা কথা বলেছেন।
সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে স্বাগত জানাবেন।

তিনি বলেন, ‘আমি জানি না কখন আমরা বৈঠকে বসতে পারব। ট্রাম্প এ বিষয়ে কিছু বলেনি। তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি। তবে আমি বসতে প্রস্তুত এবং সেটি যে কোনো সময়।’

রাশিয়া সমঝোতার জন্য প্রস্তুত উল্লেখ করে পুতিন বলেন, ‘যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়, সেখানে অনেক কথায় বলা আছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন সম্পর্কেও প্রশ্ন ওঠে। এই প্রথম প্রকাশ্যে এ বিষয়টি নিয়ে কথা বলতে হয় পুতিনকে। তিনি দাবি করেন, সিরিয়ায় বাশার আল-আসাদের পতন রাশিয়ার জন্য ‘পরাজয়’ নয়।

পুতিন বলেন, ‘সিরিয়ায় যেটা ঘটছে সেটিকে নিশ্চয়ই আপনারা রাশিয়ার পরাজয় হিসাবে উপস্থাপন করতে চাইছেন। আমি আশ্বাস দিচ্ছি, এটি পরাজয় নয়।’

তিনি বলেন, ‘আমরা ১০ বছর আগে সিরিয়ায় এজন্য এসেছিলাম যেন সেটি আফগানিস্তানের মতো সন্ত্রাসী অঞ্চলে পরিণত না হয়। সার্বিকভাবে আমরা সে লক্ষ্য অর্জন করেছি।’

ভ্লাদিমির পুতিন এখনও আসাদের সঙ্গে দেখা করেননি। তবে শিগগিরই সাক্ষাতের পরিকল্পনা করছেন তিনি। সিরিয়ায় বিদ্রোহীদের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ।

ভ্লাদিমির পুতিন সিরিয়া প্রসঙ্গে আরো বলেছেন, সেখানকার পরিস্থিতির জন্য সবচেয়ে বড় সুবিধাভোগী ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র : এএফপি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইউক্রেন ট্রাম্পের নিয়ে, পুতিন রাজি সঙ্গে সমঝোতায়
Related Posts
মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টে বাংলাদেশের নাম নেননি মোদি-রাহুল

বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম

December 16, 2025
BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

December 16, 2025
haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

December 16, 2025
Latest News
মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টে বাংলাদেশের নাম নেননি মোদি-রাহুল

বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম

BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

মোদি

বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

মানহানির মামলা

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.