আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন শনিবার চীনকে পশ্চিমাদের সঙ্গে যোগ দিয়ে তার মিত্র রাশিয়ার আগ্রাসনের নিন্দা করার আহ্বান জানিয়েছে। তবে চীন রাশিয়াকে পরিত্যাগ করতে চলেছে, এমন কোনো ইঙ্গিত নেই। এ পরিস্থিতিতে চীন রাশিয়াকে সত্যিই কী ধরনের সহায়তা করতে পারে তা নিয়ে গুঞ্জন চলছে।
বেইজিং ইউক্রেন সংঘাত থেকে সতর্কভাবে কূটনৈতিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আসছে।
তারা একাধিকবার রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের ভোটে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে, জেলেনস্কির আহ্বানের পরপরই একজন জ্যেষ্ঠ চীনা সরকারি কর্মকর্তা বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ক্রমেই বেশি করে ‘আপত্তিকর’ হয়ে উঠছে।
ইউক্রেনে আগ্রাসনের সমর্থনে মস্কো চীনের কাছে সামরিক সরঞ্জাম চেয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চীন বলেছে, এটি অসত্য।
অস্ত্রসরঞ্জাম
মার্কিন সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়া চীনের কাছে অস্ত্রসরঞ্জাম চাইলেও সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র লেনদেনটা হয়েছে বিপরীত। ১৯৮৯ সালের তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো চীনের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে তখন থেকে চীন তার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভর করেছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অনুসারে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে চীনের মোট অস্ত্র আমদানির প্রায় ৮০% ই ছিল রাশিয়া থেকে। তবে চীন ধীরে ধীরে নিজস্ব সামরিক উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। এটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ।
জ্বালানি খাত
চীন রাশিয়ার তেল, গ্যাস ও কয়লার অন্যতম বড় বাজার।
পুতিন সম্প্রতি চীনের সঙ্গে আনুমানিক ১১৭.৫ বিলিয়ন ডলার মূল্যের নতুন তেল ও গ্যাস বিক্রির চুক্তি প্রকাশ করেছেন। তবে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি বাজার এখন পর্যন্ত ইইউ।
বাণিজ্য
চীন বলেছে, তারা রাশিয়ার সঙ্গে ‘স্বাভাবিক বাণিজ্য সহযোগিতা’ অব্যাহত রাখবে। কিন্তু রাশিয়ার কিছু ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন মাধ্যম সুইফট ব্যবস্থা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এটি ইতিমধ্যেই চীনের প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করেছে রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করতে। চীন এবং রাশিয়া উভয়ই সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প অর্থ পরিশোধ পদ্ধতির দিকে অগ্রসর হতে পদক্ষেপ নিলেও বিশ্ববাজারের বড় অংশই সুইফট ও এ জাতীয় পদ্ধতির আওতায়।
সূত্র : বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।