আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পশ্চিমা দেশগুলো। সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের ফরেন অফিস মিনিস্টার গিলিয়ান কেগান। তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের হুমকি অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
২১ সেপ্টেম্বর এক ভাষণে ‘মাতৃভূমি রক্ষায়’ আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশে সম্মত হতে বলেছি। ইতোমধ্যেই এ সংক্রান্ত ডিক্রি স্বাক্ষরিত হয়েছে এবং আজ থেকেই এটি শুরু হবে। যেসব নাগরিক এ সিদ্ধান্তের আলোকে সংগঠিত হবে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের মতো মর্যাদা দেওয়া হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশের অখণ্ডতা হুমকির মধ্যে পড়লে রাশিয়া এবং এর জনগণকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে।’
‘জিৎ সবাই হয়, কিন্তু দেব একটাই’, ট্রোলের জবাবে মুখ খুললেন দেব
পুতিনের এই ভাষণের পর গিলিয়ান কেগান বলেন, ‘স্পষ্টতই এটা এমন কিছু যা আমাদের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। কারণ আপনি জানেন, আমরা নিয়ন্ত্রণে নেই। তারও (পুতিনের) নিজের নিয়ন্ত্রণে থাকার ব্যাপারে আমি নিশ্চিত নই। অবশ্যই উত্তেজনার পারদ বেড়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।