নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে যা বললেন পুতিন

সাহাবুদ্দিন-পুতিন

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাহাবুদ্দিন-পুতিন

মঙ্গলবার ঢাকায় রুশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

ভ্লাদিমির পুতিন নতুন রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য অনুগ্রহ করে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। আমি আশা করি, রাষ্ট্রপতি হিসেবে আপনার মেয়াদে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা বাড়বে। আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, চলতি মাসের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হলে দায়িত্ব গ্রহণ করবেন সাহাবুদ্দিন।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী