আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে মঙ্গলবার (১২ এপ্রিল) অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিও নিউজের খবরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পাকিস্তানে রুশ দূতাবাস বলছে, পুতিন আশা প্রকাশ করেছেন যে শাহবাজের নেতৃত্ব, পাকিস্তান-রাশিয়া সহযোগিতামূলক উন্নয়ন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় অংশীদার হিসেবে অবদান রাখবে।
পুতিনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শাহবাজকে অভিনন্দন জানান।
অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতা ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ ।
শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট।
এ সময় এরদোগান বলেন, আমি বিশ্বাস করি, আপনার (শাহবাজ) নেতৃত্বে পাকিস্তান-তুরস্ক সম্পর্ক আরও জোরদার হবে।
জবাবে শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের সময় দুই দেশের আরও ঘনিষ্ঠতা প্রত্যাশা করেন। অভিনন্দন জানিয়ে ফোন দেওয়ায় এরদোগানকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। তিনি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী।
নানা নাটকীয়তার পর ৯ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর বিরোধী জোটের একমাত্র প্রার্থী হিসেবে সোমবার জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে তার ১৭২ ভোটের প্রয়োজন ছিল।
অন্যদিকে, পিটিআই দলটির নেতা শাহ মাহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছিল। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বর্জন করেন পিটিআইয়ের আইনপ্রণেতারা। এতে শাহবাজ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।