আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি রোববার জানিয়েছে, তারা গ্যাসপ্রোম জার্মানিয়ার সকল দায়দায়িত্ব নিয়ে নেবে।
জার্মানিতে অবস্থিত গ্যাসপ্রোম জার্মানিয়ার মালিক হলো রাশিয়ার গ্যাস উৎপাদনকারী জায়ান্ট গ্যাজপ্রোম।
মূলত গ্যাসপ্রোম জার্মানিয়ার কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এরপরই জার্মানি এমন সিদ্ধান্ত নেয়।
১ এপ্রিল থেকে বন্ধু নয় এমন দেশগুলোর কাছে রাশিয়ার নিজস্ব মূদ্রা রুবলে গ্যাস বিক্রির ক্ষেত্রে ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার অবন্ধু দেশের তালিকায় রয়েছে জার্মানি। কিন্তু জার্মানি জানায় তারা রাশিয়াকে রুবলে গ্যাসের দাম দেবে না । এরপরই গ্যাসপ্রোম জার্মানি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
গ্যাসপ্রোম জার্মানিয়া এমন ঘোষণা দেওয়ার পর জার্মানির জ্বালানি মন্ত্রী জানান, জার্মানিতে গ্যাস সরবরাহ ঠিক রাখতে ও গ্যাসের অবকাঠামোগুলোর নিরাপত্তা নিশ্চিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্যাসপ্রোম জার্মানিয়ার নিয়ন্ত্রণ জার্মানির সরকারের হাতে থাকবে।
আর জার্মানির এমন সিদ্ধান্তের পর কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে বিষয়টি নিয়ে চটেছেনও তিনি।
মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, বিদেশে অবস্থিত রাশিয়ার সম্পত্তিকে অন্যদেশের সরকারের জাতীয়করণের বিষয়টি ‘দ্বিমুখী তলোয়াড়ের’ মতো।
তিনি বুঝিয়েছেন, অন্যদেশের সরকাররা যদি রাশিয়ার সম্পত্তিকে জাতীয়করণ করে তাহলে এর পরিণতি খারাপ হবে। রাশিয়াও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।