আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ। এমন দাবিই করেছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিলি।
তিনি বলেছেন, এটি নিশ্চিত না তার কি রোগ হয়েছে। এটা কি আরোগ্য যোগ্য নাকি গুরুতর বা অন্য কিছু।
অন্যদিকে পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে ধনকুবেরকে বলতে শোনা যায়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পুতিন গুরুতর অসুস্থ।
যুক্তরাষ্ট্রের ইউএস ম্যাগাজিন নিউজ লাইনসের হাতে অডিওটি এসেছে। সেই অডিওতে একজন পশ্চিমা ব্যবসায়ীর কাছে রুশ ধনকুবের বলেন, বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ মূহুর্তে পুতিনের ব্লাড ক্যান্সারের একটি অপারেশন হয়েছে।
সেই ধনকুবেরকে আরও বলতে শোনা যায়, আমি পুতিনের মরণ প্রত্যাশা করি। যে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ইউক্রেনের অর্থনীতি ও অন্য অর্থনীতি, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সমস্যা হলো তার মাথা নিয়ে। একজন উন্মাদ পুরো বিশ্বকে টালমাটাল করে দিতে পারে।
এদিকে ৯ মে রাশিয়ার বিজয় দিবসে পুতিনকে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাদের পাশে আটোসাটো হয়ে হাত গুটিয়ে বসে আছেন তিনি।
পুতিনকে এমন অবস্থায় দেখে অনেকে সন্দেহ করেন হয়ত রুশ প্রেসিডেন্ট সত্যি সত্যিই অসুস্থ।
সূত্র: এনডিটিভি
একসঙ্গে গর্ভবতী যমজ দুই বোন, একই রকম পুত্র সন্তানের জন্ম দিলেন তারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।