আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন থেকে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে, তাদের মধ্য কী কথা হয়েছে সেটা নিয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
কিন্তু মোদি তার এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘আগামী দিনে ভারত-রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও প্রশস্ত করার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’ পুতিন পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পশ্চিমা দেশগুলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ভারত। মোদি মঙ্গলবার পুতিনকে অভিনন্দন জানিয়ে এক্সে পোস্টও করেছিলেন। এর পরদিন রুশ নেতাকে ফোন করলেন বিজেপির এই নেতা, যিনি আগামী মাসে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে আবার জয়ের প্রত্যাশা করছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছে ভারত। কিনছে মূল্যছাড়ে তেল। এতে সুবিধাজনক অবস্থায় পুতিন। আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর এটাই হবে কিয়েভের কোনো শীর্ষ কর্মকর্তার ভারত সফর। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তীব্র সংকট শুরু হয়। মাঝে মধ্যেই পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। কিন্তু তিনি এও বলেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।