Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পুতিনের কূটনৈতিক ফাঁদে কোণঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা
    আন্তর্জাতিক ডেস্ক
    আন্তর্জাতিক প্রবাসী খবর

    পুতিনের কূটনৈতিক ফাঁদে কোণঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা

    আন্তর্জাতিক ডেস্কMynul Islam NadimAugust 19, 20254 Mins Read
    Advertisement

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বরাবরই ‘কঠিন দরদাতা’ হিসেবে উপস্থাপন করে আসছেন। কিন্তু গত শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বৈঠকের আগে ট্রাম্প দাবি করেছিলেন, পুতিন তাকে অত্যন্ত সম্মান করেন এবং তাই তিনি (পুতিন) ইউক্রেন যুদ্ধের অবসান চাওয়ার ব্যাপারে আন্তরিক। কিন্তু বাস্তবে সেই ধারণা অযৌক্তিক বলেই প্রমাণিত হয়েছে।

    ট্রাম্প

    অনমনীয় পুতিন

    পুতিন তার দীর্ঘদিনের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসেননি। তিনি এখনও ইউক্রেনের চারটি প্রদেশ—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের ওপর রাশিয়ার দাবি বজায় রেখেছেন।

    রাশিয়া এখন পর্যন্ত শুধু লুহানস্ক প্রদেশ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিতে পেরেছে। তবুও পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি ভূখণ্ড দখল ছাড়তে রাজি নন।

    ট্রাম্প বৈঠকের আগে একাধিক বক্তব্যে বলেন, রাশিয়ার অর্থনীতি ‘ধ্বংসের মুখে’ এবং তেলের দামের পতন দেশটির যুদ্ধ পরিচালনার ক্ষমতা দুর্বল করে দিচ্ছে।

    সত্যিই রাশিয়া বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, শ্রম ঘাটতি ও বেসরকারি বিনিয়োগ কমে যাওয়াসহ অর্থনৈতিক চাপে রয়েছে। শুধু তেল বিক্রি থেকে আয়ই এ বছর ১৮% কমে গেছে। এমনকি মন্দার আশঙ্কাও তৈরি হয়েছে। কিন্তু এসব সংকটও পুতিনকে পিছু হটাতে পারেনি।

    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

    ট্রাম্প বৈঠকের আগেই ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে তা মেনে নিলেও পুতিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

    তার যুক্তি, কেবল যুদ্ধবিরতিতে কোনো সমাধান আসবে না, বরং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি প্রয়োজন, যেখানে সংঘাতের ‘মূল কারণ’গুলো সমাধান করতে হবে।

    বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার হুমকি দেন এবং বলেন, ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। কিন্তু বৈঠকে পুতিন এ হুমকি একেবারেই গুরুত্ব দেননি।

    পুতিন তার দীর্ঘদিনের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসেননি। তিনি এখনও ইউক্রেনের চারটি প্রদেশ—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের ওপর রাশিয়ার দাবি বজায় রেখেছেন।

    অগোছালো বৈঠক

    আন্তর্জাতিক কূটনীতিতে সফল সম্মেলনের জন্য মাসব্যাপী পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু ট্রাম্প–পুতিন বৈঠক হুট করেই আয়োজন করা হয়।

    ফলে বৈঠক স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, আলোচনায় ‘অনেক বিষয়ে সমঝোতা হয়েছে’। তবে তিনি কোনো একটি বিষয়ও স্পষ্টভাবে উল্লেখ করতে পারেননি। ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নও করতে দেওয়া হয়নি।

    পুতিনের ফাঁদ

    বৈঠকে পুতিন কিছুটা নমনীয়তার ভান দেখান। তিনি প্রস্তাব দেন, যদি ইউক্রেন দোনেৎস্ক ও লুহানস্ক ছেড়ে দেয়, তবে রাশিয়া যুদ্ধ থামাতে রাজি। এর মানে পুরো দনবাস অঞ্চল (পূর্ব ইউক্রেন) কার্যত রাশিয়ার হাতে চলে যাবে।

    ৪০ মাস ধরে যুদ্ধ চালিয়েও যেখানে মস্কো পুরো অঞ্চল দখল করতে পারেনি, সেখানে আলোচনার নামে সহজেই তা লাভ করার কৌশল সাজালেন পুতিন।

    বিশ্লেষকদের মতে, এটি আসলে এক ধরনের কূটনৈতিক ফাঁদ। কারণ যদি জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে পুতিন ট্রাম্পকে চাপ প্রয়োগে উৎসাহিত করবেন এবং ইউরোপকে বিব্রত পরিস্থিতিতে ফেলবেন। ব্যর্থ হলে জেলেনস্কিকেই শান্তির পথে প্রধান অন্তরায় হিসেবে তুলে ধরা সম্ভব হবে।

    ইউরোপে অবিশ্বাসের বীজ

    ট্রাম্প বৈঠকের আগে ঘোষণা করেছিলেন, ব্যর্থ হলে আর কোনো বৈঠক হবে না। কিন্তু ব্যর্থ বৈঠকের পরও তিনি নতুন বৈঠকের আশ্বাস দেন। পুতিনও তাৎক্ষণিকভাবে মস্কোকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব দেন।

    তবে ইউক্রেন বা ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি। এতে ইউরোপের সঙ্গে মার্কিন সম্পর্কের ফাঁক আরও বেড়েছে।

    ইতোমধ্যে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা স্বস্তি প্রকাশ করেছেন যে, ট্রাম্প–পুতিন বৈঠকে ইউক্রেনকে ভাগ করে দেওয়ার মতো কোনো সমঝোতা হয়নি। কিন্তু ট্রাম্প যে জেলেনস্কিকে বাদ দিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হয়েছেন, সেটিই ইউরোপের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

    মার্কিন ভূমিকার পরিবর্তন

    ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ইউক্রেনকে সরাসরি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বাইডেন প্রশাসনের আমলে এই সহায়তার পরিমাণ ছিল প্রায় ৬৫.৯ বিলিয়ন ডলার। ফলে রাশিয়া এখনো অব্যাহতভাবে ইউক্রেনের শহরগুলোতে বোমাবর্ষণ করছে এবং ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে।

    এখন ট্রাম্প মনে করেন, ইউক্রেন যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি নয়। তাই ইউক্রেনের প্রতিরক্ষা এখন ইউরোপীয় দেশগুলোর দায়িত্ব। এ অবস্থান রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্সও পুনর্ব্যক্ত করেছেন। ফলে ইউরোপীয় দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়ালেও আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিতে হবে।

    নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা

    যুদ্ধ থামাতে না পারলেও ট্রাম্পের কাছে পুতিনের সঙ্গে চলমান আলোচনা একটি সুযোগ। তার বিশ্বাস, নিজের দরকষাকষির ক্ষমতা দিয়ে একদিন তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন—এবং এর মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার অর্জন করবেন।

    কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, বৈঠকটি যুদ্ধের গতিপথে কোনো পরিবর্তন আনেনি। বরং রাশিয়া তাদের অবস্থান আরও শক্ত করেছে, আর ট্রাম্পের কূটনৈতিক অদক্ষতা ইউক্রেন ও ইউরোপের আস্থা আরও ক্ষুণ্ন করেছে।

    লেখকের পরিচয়: রাজন মেনন নিউ ইয়র্কের সিটি কলেজে আন্তর্জাতিক সম্পর্কের ইমেরিটাস অধ্যাপক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সল্টজম্যান ইন্সটিটিউট অফ ওয়ার অ্যান্ড পিস স্টাডিজের সিনিয়র রিসার্চ স্কলার।

    *দ্য গার্ডিয়ান থেকে অনূদিত

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক ইউক্রেন কূটনৈতিক কোণঠাসা খবর ট্রাম্প ধোঁয়াশা নিয়ে, পুতিনের প্রবাসী ফাঁদে
    Related Posts
    যুদ্ধবিমান তৈরি

    চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র

    October 8, 2025

    মিয়ানমারে পূর্ণিমা উৎসবে বিমান হামলা, ৪০ জন নিহত

    October 8, 2025
    ১৮ জনের মৃত্যু

    ভারতে ভূমিধসে বাস চাপা, ১৮ যাত্রীর মৃত্যু

    October 8, 2025
    সর্বশেষ খবর
    Monster: The Ed Gein Story

    Mindhunter’s True Crime Inspiration: The Ed Gein Story

    Mac নিরাপত্তা

    Apple-এর নতুন ভিডিওতে Mac-এর নিরাপত্তা নিয়ে Microsoft-কে সরাসরি চ্যালেঞ্জ

    iPhone 17 Pro Max ব্যাটারি টেস্ট

    iPhone 17 Pro Max Vs. Galaxy S25 Ultra Vs. Pixel 10 Pro XL: ব্যাটারি টেস্টে ক্লিয়ার বিজয়ী

    বাংলাদেশ ও তুরস্ক

    বাংলাদেশ-তুরস্কের মধ্যে বৈঠকে যে আলোচনা হলো

    সোনা ও রুপা

    আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

    এনসিপি নেতা সারজিস আলম

    ‘আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা’— সারজিস আলম

    কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদ

    কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: প্রধান উপদেষ্টা

    উপ-প্রেস সচিব আবুল কালাম

    ‘সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’

    কথিত পীর

    সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই কথিত পীর ও তার সহযোগীরা বাড়ি ছেড়ে উধাও

    বাংলাদেশ ব্যাংক

    ‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কবার্তা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.