একাধিক ঘাঁটি দখলের দাবি বিদ্রোহীদের, পুতিনের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে সেনাগ্রুপ-ওয়াগনারের বিদ্রোহকে পেছন থেকে ছুরিকাঘাতের সাথে তুলনা করে এর সাথে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, রোস্তভসহ রাশিয়ার একাধিক সেনাঘাঁটি দখলের দাবি জানিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

বিদ্রোহের পর শনিবার দেয়া রাষ্ট্রীয় ভাষণে ওয়াগনারের হঠকারিতার পাল্টা জবাব দেয়ার হুমকি দেন পুতিন। সেই সাথে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। সেনা গ্রুপটির বিদ্রোহ দমনে এরইমধ্যে মস্কোসহ রাশিয়ার প্রধান প্রধান শহরের নিরাপত্তা জোরদার করেছে ক্রেমলিন।

এ অবস্থাকে পুতিনের শাসনামলের সবচে’ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাশিয়ায় অস্থিরতা বাড়ার শঙ্কা করেছে যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিভিন্ন ইউরোপীয় দেশ। যেকোন অচলাবস্থায় মস্কোর পাশে থাকার আশ্বাস দিয়েছে চেচেন নেতা রমজান কাদিরভ।

এর আগে, নিজ সেনাদের ওপর ক্ষেপনাস্ত্র হামলার অভিযোগ এনে মস্কোমুখী পাল্টা অভিযানের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভনি প্রিগোজিন। রুশ প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফ জেনারেলের ওপর ক্ষোভ জানিয়ে তার সাথে দেখা করারও দাবি জানান এ বিদ্রোহী নেতা।