খেলাধুলা ডেস্ক : পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হারিস রউফ প্রথমবারের মতো বাবা হয়েছেন। সোমবার তার স্ত্রী মুজনা মাসুদ মালিক এক পুত্র সন্তানের জন্ম দেন। এ আনন্দঘন মুহূর্তে রউফ তার সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভ সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন মোহাম্মদ মুস্তাফা হারিস।
রউফের বাবা হওয়ার খবরে সতীর্থ ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। অলরাউন্ডার শাদাব খান এক পোস্টে লেখেন, “হারিস রউফ এবং তার পরিবারকে প্রথম সন্তানের আগমনের জন্য শুভেচ্ছা। ছোট্ট শিশুর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।” অন্যদিকে, পেসার শাহিন আফ্রিদি বলেন, “তোমার ও তোমার পরিবারের জন্য অফুরন্ত আনন্দ ও সুখ কামনা করছি।”
তবে বাবা হওয়ার আনন্দ উপভোগের বেশি সময় পাচ্ছেন না রউফ। পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তাকে। ১৬ মার্চ শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই গতি তারকা।
মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেফতার
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে ইসলামাবাদে হারিস রউফ ও মুজনা মাসুদ মালিকের বিয়ে হয়। তারা এক সময় সহপাঠী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।