উল্লুতে রিলিজ হলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

Pyasi Pushpa Web-Series

বিনোদন ডেস্ক : রিলিজ হতে চলেছে ‘পেয়াসী পুষ্পা’। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করবে আয়ুষী জেসওয়াল। যে আগেও বিভিন্ন অ্যাডাল্ট ওয়েব সিরিজে দেখা মিলেছে। ডিজিমুভি প্লেক্স অ্যাপের মাধ্যমে দেখা যাবে এই সিরিজ। ইতি মধ্যেই ট্রেলার সামনে এসেছে। যা দেখে বেশ গল্পের একটা আভাস পাওয়া যাচ্ছে।

Pyasi Pushpa Web-Series

গল্পটি এক ডিভোর্সি মহিলাকে নিয়ে যার নাম পুষ্পা। সে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন প্রীতম নামের এক ব্যক্তিকে। তবে পুষ্পা পরে বুঝতে পারে প্রীতম তাকে শারীরিক সুখ দিতে পারছে না।

Pyasi Pushpa 61-62 Web Series Explained Review Aayushi Jaiswal WS Talks

কিন্তু প্রীতমের ছেলে টিটু শুধু পুষ্পাকে লুকিয়ে লুকিয়ে দেখে। একসময় পুষ্পা সেই টিটুর সাথেই শারীরিক সম্পর্ক তৈরী করে। তবে তার বর একসময় সব কিছু দেখে ফেলে।

বিচ্ছেদের মাঝেই যৌ.ন হে.নস্তার অভিযোগ

কি হবে তার পরিণতি? তা জানতে হলে অবশ্যই দেখুন পেয়াসী পুষ্পা সিরিজটি। তবে তার আগে কোনো ডিজিমুভি প্লেক্স অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। কিছুদিন আগেই ‘লায়লা ও লায়লা’, ‘তেরি বাপ মেরি মওসি’ সিরিজের মাধ্যমে দর্শকদের ঘাম ঝরেছিল। আবারো একবার আয়ুষী কার্যত লজ্জার সব বাঁধ ভেঙে দেবে। সে কারনে কোনো মতেই ছোট বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজ।