৪০ ফুট উঁচু গাছের মগডাল থেকে পাইথনের ঝাঁপ, ভাইরাল ভিডিও

পাইথন

জুমবাংলা ডেস্ক : ৪০ ফুটের বাঁশ গাছের মগডালে বসেছিল পাইথন। উদ্ধার করতে গিয়ে হিমশিম খেলেন পরিবেশ কর্মীরা। জাল পেতে খোঁচা মারতেই মগডাল থেকে ঝাঁপ দিল পাইথনটি। সেই দৃশ্য দেখে চমকে গেলেন স্থানীয়রা।

পাইথন

ময়নাগুড়ির বাসুসুবা এলাকায় এমন ঘটনা দেখে অবাক স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিবেশপ্রেমীরা পাইথনটিকে উদ্ধার করে।

পরে বনকর্মীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

কেউ আপনাকে পছন্দ করে কিভাবে বুঝবেন

ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি একটি মগডালের উপর বসে আছে। গাছের নীচে মানুষের ভিড় জমে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিবশকর্মীরা এসে পৌঁছে একটি লাঠি এবং বিরাট বড় জালের মাধ্যমে উদ্ধার করে সাপটিকে। দেখুন ভিডিও।