কাদির মোল্লার ব্যবসায়িক হিসাব তলব

Kadir Molla

জুমবাংলা ডেস্ক : তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদির মোল্লার আবারও ব্যবসায়িক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সব প্রতিষ্ঠানের দায়দেনার গত ৩০ নভেম্বরভিত্তিক তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি দিয়েছে। এর আগে ২০২২ সালে একবার কাদির মোল্লার ঋণসহ বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

Kadir Molla

সংশ্লিষ্টরা জানান, আবদুল কাদির মোল্লার মালিকানাধীন থার্মেক্স গ্রুপের মোট ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতাসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি দীর্ঘদিন আর ফেরত দিচ্ছেন না। বিপুল অঙ্কের ঋণ নিয়ে তার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সময়ে এসব অনিয়ম অনুসন্ধানের উদ্যোগ নিলেও তৎকালীন গভর্নর ফজলে কবিরের বিশেষ হস্তক্ষেপে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এখন আবার নতুন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আবদুল কাদির মোল্লা ২০১৩ সালে প্রতিষ্ঠিত এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। গত বছর তাঁর জায়গায় চেয়ারম্যান হন সাবেক এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। কাদির মোল্লা তাঁর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিয়েছেন।