স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের এবারের আসরে অংশ নিতে কাতারে পাড়ি জমিয়েছে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। মরুর বুকে ঘরোয়া রান্নার স্বাদ পেতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা নাকি সঙ্গে করে নিয়ে গেছেন মোট ১৮০০ কেজি মাংস। সম্প্রতি এমন তথ্যই জনপ্রিয় ক্রীড়া মাধ্যম গোল ডটকম।
কাতারে পৌঁছানোর পর বিলাসবহুল হোটেলে না উঠে একটি ছাত্রবাসে ঠাঁই নিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এরপর থেকেই সবার মনে একটা প্রশ্ন আসে। কেন তারা বিলাসবহুল হোটেলে না উঠে ছাত্রাবাসে উঠল? গোল ডটকমের এক প্রতিবেদনে এর উত্তর মিলেছে।
সবজির সঙ্গে বিফ বার্বিকিউ খুব পছন্দ লাতিন আমেরিকানদের। আর তা খেতেই ছাত্রাবাসের খোলা আকাশের নিচে বার্বিকিউ রান্নার আয়োজন করা হয়েছে। সেখানেই রান্না হবে লাতিন আমেরিকার ট্রেডিশনাল সুস্বাদু খাবার ‘আসাদো’। যা আর্জেন্টিনা ও উরুগুয়েতে খুবই জনপ্রিয়।
এখানেই শেষ নয়, খাবার পরিবেশন করার আর্জেন্টিনা থেকে ২০০০ পাউন্ড মাংস আনা হচ্ছে কাতারে। যা ৯০০ কেজির সমান। শুধু আর্জেন্টিনার ফুটবলারদের জন্যই নয়, উরুগুয়ে থেকেও ২০০০ পাউন্ড মাংস আনা হচ্ছে কাতারে লুইস সুয়ারেজদের ক্যাম্পে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।