আন্তর্জাতিক ডেস্ক : কাতারে ফিফা বিশ্বকাপ দেখতে এসেছেন সাবেক লিভারপুল আইকন ইয়ান রাশ। এ সময় তাকে পবিত্র কোরআন থেকে সূরা আল-ফাতিহা তিলাওয়াত করে শোনান বিশ্বখ্যাত ক্বারি ফাতিহ সেফেরাজিক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ফাতিহ সেফেরাজিক সূরা আল-ফাতিহা তিলাওয়াত করে শোনাচ্ছেন এবং পরে তা ইয়ান রাশকে ইংরেজি অর্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। রাশকে দেখা যায়- ওই সময় ফাতিহের দিকে তাকিয়ে থাকেন এবং মাথা নেড়ে যেন তা বোঝার চেষ্টা করছেন।
শনিবার (৩ ডিসেম্বর) ফাতিহ সেফেরাজিক টুইটারে ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কোরআন প্রত্যেকের জন্য : শোনার জন্য, চিন্তা করার জন্য এবং অনুধাবন করার জন্য। আমরা লিভারপুল কিংবদন্তি এবং রেকর্ড সংখ্যক গোলদাতা ইয়ান রাশের সঙ্গে পবিত্র কোরআনের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি।’
ইয়ান রাশকে ফাতিহ বলেন, ‘আমরা মুসলমানরা প্রতি নামাজে এই ছোট সূরাটি পড়ি। আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি। আমরা সর্বদা আল্লাহর কাছে আমাদের সরল পথে পরিচালিত করার জন্য প্রার্থনা করি।’
ইয়ান জেমস রাশ এমবিই ১৯৬১ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক পেশাদার ফুটবলার, যিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। ক্লাব পর্যায়ে রাশ ১৯৮০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন। তিনি ক্লাবেটির সর্বকালের শীর্ষ গোলদাতা। এই ক্লাবের হয়ে তিনি ৩৪৬টি গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে রাশ ওয়েলস জাতীয় ফুটবল দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলে ২৮টি গোল করেন।
চেস্টার সিটি, জুভেন্টাস, লিডস ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেড, রেক্সহ্যাম এবং সিডনি অলিম্পিকের সঙ্গে তার সময় কেটেছে। ২০০০ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর থেকে রাশ চেস্টার সিটির (২০০৪-০৫) ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি একজন টেলিভিশন ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।