জুমবাংলা ডেস্ক: ইউরোপ-আমেরিকা রুটের ফ্লাইটের ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড় দিয়েছে কাতারভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। ছাড় পেতে আগামী ২৯ মের মধ্যে টিকিট কাটতে হবে। তবে শুধুমাত্র বিজনেস ক্লাসের টিকিটেই এই ছাড় মিলবে।
কাতার এয়ারওয়েজ জানায়, ভ্রমণপিপাসুরা এই ছাড় দিয়ে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ২ লাখ ১৭ হাজার, ওয়াশিংটন ৩ লাখ ৭ হাজার, স্যান ফ্রান্সিসকো ২ লাখ ৮৩ হাজার, শিকাগো ২ লাখ ৩৮ হাজার, মায়ামি ২ লাখ ৫৮ হাজার, কানাডার মনট্রিল ২ লাখ ৩২ হাজার, জার্মানির বার্লিন ২ লাখ ১১ হাজার, ফ্রান্সের প্যারিস ২ লাখ ৪৫ হাজার, সুইজারল্যান্ডের জুরিখ ২ লাখ ৪১ হাজার, যুক্তরাজ্যের ম্যানচেস্টার ২ লাখ ৫৬ হাজার, লন্ডন ২ লাখ ৬৪ হাজার টাকায় ভ্রমণ করতে পারবেন।
এয়ারলাইন্সটি জানায়, যাত্রীরা ২৯ মের মধ্যে টিকিট কেটে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ভ্রমণ করতে পারবেন। এই টিকিট কেটে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে ন্যূনতম ৩ দিন এবং সর্বোচ্চ ১২ মাস থাকতে পারবেন। ঈদ, ইংরেজি নববর্ষসহ টানা ছুটিতে এই টিকিটে ভ্রমণ করা যাবে না। এছাড়াও একবার টিকিট কাটলে অন্যের নামে টিকিট ট্রান্সফার করা যাবে না।
কাতার এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে কাতারের দোহা হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি যাত্রীদের বহন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।