স্পোটৃস ডেস্ক: প্রথা অনুযায়ী অন্যবারের ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ উদ্বোধনী ম্যাচে খেললেও এবার তা হচ্ছে না। স্বাগতিক কাতারই এবার নেই উদ্বোধনী ম্যাচে। এর ফলে ২০০৬ সাল থেকে প্রথম ম্যাচে আয়োজক দেশের খেলার যে প্রথা চলে আসছিল তা ভাঙছে।
কাতার বিশ্বকাপ শুরু হবে সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। এই দুটি দেশ ছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক কাতার ও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।
ফিফার পরিবর্তিত সূচিতে দেখা যাচ্ছে, সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ বিশ্বকাপ। এই বিষয়ে সংবাদমাধ্যম ইএসপিএন সম্পাদক ডেল জনসন এক টুইটে লিখেছেন, ‘২০০২ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের সেই উদ্যম কি সেনেগাল ২০২২-এ ফিরিয়ে আনতে পারবে?’
কেন উদ্বোধনী ম্যাচে নেই কাতার? আয়োজক দেশটির প্রথম ম্যাচ ২১ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে। এদিনই সেনেগাল-নেদারল্যান্ডস খেলবে উদ্বোধনী ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বের এই লড়াইয়ে দুটি ম্যাচ শুরুর সময় পাল্টিয়েছে ফিফা। সেখানে দেখা যাচ্ছে, সবার আগে মাঠে নামবে সেনেগাল ও নেদারল্যান্ডস। ওই ম্যাচ হবে দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টায়। আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আল-বায়াত স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।
উদ্বোধনী ম্যাচে কাতারকে না রাখার বিষয়টি ব্যাখ্যা করেছেন ডেল জনসন। তার মতে, ফিফা সূচি পাল্টেছে টিভি দর্শকদের কথা মাথায় রেখে। কারণ স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হলে ইকুয়েডরের দর্শকদের সেটি টিভিতে দেখতে সুবিধা হবে।
বিশ্বকাপ জয়ী প্রথম দম্পতি: স্বামী-স্ত্রী উভয়েই জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।