৩২ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলো আড়ং

জুমবাংলা ডেস্ক: ক্রেতার কাছে একটি পায়জামা বিক্রি করে ৩২ টাকা ২৮ পয়সা বেশি দাম নিয়েছিল পোশাক ব্রান্ড আড়ংয়ের রাজশাহীর একটি শাখা। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লিখিত অভিযোগের শুনানি শেষে গতকাল সোমবার (৩০ মে) এই জরিমানা আরোপ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, গত ১১ মে আড়ংয়ের রাজশাহী বিক্রয়কেন্দ্র থেকে একটি পায়জামা কেনেন ক্রেতা ইশতিয়াক আহাম্মেদ। ট্যাগে ৫৪৪ টাকা ১৯ পয়সা মূল্য উল্লেখ থাকলেও ক্রেতার কাছে পায়জামার দাম ৫৭৬ টাকা ৭৪ পয়সা আদায় করে প্রতিষ্ঠানটি। ৩২ টাকা ২৮ পয়সা বাড়তি দাম আদায় করায় ওই ক্রেতা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ দেন।

গতকাল সোমবার সকালে বিভাগীয় কার্যালয়ে দুই পক্ষকে শুনানিতে ডাকা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়ংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৪০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিধি অনুযায়ী আরোপিত জরিমানার ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারী পেয়েছেন ১ হাজার ২৫০ টাকা। অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নতুন করে যে কোম্পানির মালিকানা কিনেছেন সাকিব-হিরু