জুমবাংলা ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আমরা কারও দয়া-দাক্ষিণ্যে রফতানি করি না। সব ধরনের নিয়ম মেনে মানসম্পন্ন পণ্য কম দামে দিতে পারি বলেই রফতানি হচ্ছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে শ্রম অধিকার সংক্রান্ত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি)-এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভা শেষে এ কথা বলেন তিনি।
এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব এহছানে এলাহী ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা প্রায় ২০০ দেশে পণ্য রফতানি করি। সুতরাং, আমাদের লক্ষ্য থাকবে কীভাবে প্রতিযোগিতা মূল্যে কমপ্লায়েন্স অর্জন করা যায়। আর ক্রেতার রিকয়ারমেন্ট পূরণ করেই রফতানি করতে হয়।
তপন কান্তি ঘোষ বলেন, রফতানি বাজার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য যা করণীয় আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে তা আমরা করবো। আমাদের অর্থনীতির সক্ষমতা, রফতানি পরিস্থিতি সবকিছু দেখে এবং আন্তর্জাতিক যে রিকয়ারমেন্ট আমাদের মানতে হবে- সেটা মেনেই আমরা করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।