কোয়ালিটিতে ছাড় দিতে চান না নাজিফা তুষি

নাজিফা তুষি

বিনোদন ডেস্ক : গত বছরে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি। সিনেমাটিতে তীক্ষ্ণ চোখের চাহনির ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেয় অভিনেত্রী নাজিফা তুষি।

নাজিফা তুষি

দেশের হলগুলোতে ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করা এই সিনেমাটি সম্প্রতি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পেয়েছে। বাংলা, হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালাম পাঁচটি ভাষায় দেখা যাচ্ছে সিনেমাটি।

বিষয়টি নিয়ে ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষির ভাষ্য, এটা খুবই ভালো লাগার বিষয়। প্রথম যখন দেখলাম আমার মুখে কথা তামিল বা অন্য ভাষায় ডাবিং করা হয়েছে, বিষয়টি মজাই লেখেছে। এটা আমি বেশ এনজয়ও করছি।

‘হাওয়া’ সনি লিভে মুক্তি পাওয়ার পর থেকেই ভারতের কলকাতা ও মুম্বাই থেকে কাজের অফার পাচ্ছেন তুষি। তবে টলিউড বা বলিউড বলেই যে কাজ করতে রাজি হবেন এই অভিনেত্রী, বিষয়টি এমন নয়। তার ভাষ্য, যেখানেই কাজ করি না কেন কোয়ালিটি কাজের ক্ষেত্রে এক চুলও ছাড় দিতে চাই না।

তুষি বলেন, ‘আমি কাজের মানের দিকে সব সময়ই নজর রাখি। সেটা কলকাতা কিংবা মুম্বাইয়ে কাজ কলেও বজায় রাখতে চাই। আমার ক্যারিয়ারে অনেক কাজ করিনি, কয়েকটি চরিত্রে অভিনয় করেছি মাত্র। বরাবরই সংখ্যার চেয়ে কোয়ালিটির দিকে মনযোগী ছিলাম।’

‘সেই জায়গা থেকে কাজের ক্ষেত্রে অনেক জনপ্রিয় বা পরিচিত নির্মাতা হতে হবে এমন না। টিমটা ভালো, যে তার কাজের প্রতি সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে- এমনটা চাওয়া। কারণ একটা সিনেমা আমার কাছে টিম ওয়ার্ক, থিয়েটারের মতো। সেই জায়গাগুলো ঠিক থাকলেই বাইরের কাজ করব’- যোগ করেন তিনি।

সেক্ষেত্রে কেমন গল্প বা চরিত্রকে প্রাধান্য পাবে? এমন প্রশ্নের জবাবে তুষি বলেন, ‘আমার পার্সোনাল, ইমশোনাল গল্প পছন্দ। একইসঙ্গে থিওরিটিক্যাল, ফ্যান্টাসি- যেটা আমার কল্পনার বাইরের চরিত্র। এমন চরিত্র করতে চাই, যেখানে তুষি থেকে বের হয়ে অন্য জীবনের আলো বা অন্ধকার দেখতে পাব।’

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকবে না কোনো আয়োজন

২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হন। এরপর ২০১৬ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা।