বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়ান্টাম ডট প্রযুক্তিতে অবদান রেখে চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মুঙ্গি বাওয়েন্দি (ফ্রান্স), লুইস ই ব্রুস (যুক্তরাষ্ট্র) এবং অ্যালেক্সি একিমোভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরষ্কারে ভূষিত করা হয়।
কোয়ান্টম ডট প্রযুক্তি ব্যবহার করে টিভির কিউলেড স্ক্রিন, অপরাশেনের সময় সার্জনদের গাইড করতে, ক্যান্সারের ওষুধের আরও ভাল লক্ষ্য নির্ধারণে এবং সৌর প্যানেলগুলোতে মেডিকেল ইমেজিংয়ের ক্ষেত্রে আরও উন্নত সুবিধা পাওয়া সম্ভব হবে। এমনকি টিভির পর্দায় আরও রঙিন ছবি দেখা যাবে কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তবে বুধবার সকালে আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগে সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে দুর্ঘটনাক্রমে তাদের নাম ফাঁস হয়ে যায়। একাডেমির চেয়ার বলেন, নামগুলো কেন আগে প্রকাশ হয়েছে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে। এটা অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক। যা ঘটেছে তার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত।
তিনি জোর দিয়ে বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগে একাডেমির বৈঠক না হওয়া পর্যন্ত বিজয়ীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কোয়ান্টাম বিন্দুগুলো অত্যন্ত ক্ষুদ্র- এক মিলিমিটারের মাত্র কয়েক মিলিয়ন ভাগ। ডটগুলো তাদের নির্দিষ্ট আকার অনুযায়ী নির্গত আলোর রঙ নির্ধারণ করে যখন তাদের এনার্জি দেওয়া হয়। ছোট কোয়ান্টাম ডটগুলো নীল এবং বড় ডটগুলো হলুদ এবং লাল রংয়ের।
পুরস্কার ঘোষণা করার সময় একাডেমির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে এত ছোট কণা তৈরির কথা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এবারের বিজয়ীরা তা করে দেখিয়েছে।
তিনজন বিজ্ঞানিই যুক্তরাষ্ট্রভিত্তিক। রাশিয়ান পদার্থবিদ আলেক্সি আই. একিমভকে ১৯৮০-এর দশকে প্রথম কোয়ান্টাম ডট আবিষ্কার করার কৃতিত্ব দেওয়া হয় এবং মার্কিন রসায়নবিদ লুই ই ব্রুস তখন বুঝতে পেরেছিলেন যে ক্রিস্টালগুলো তরলে ভাসতে পারে।
প্যারিসে জন্মগ্রহণকারী মৌঙ্গি জি. বাওয়েন্দি কণাগুলোকে আরও বেশি নিয়ন্ত্রিত উপায়ে তৈরি করার একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। যার মানে দাঁড়ায়, কণাগুলো আরও সহজে তৈরি করা যেতে পারে।
Learn more about the 2023 #NobelPrize in Chemistry
Press release: https://t.co/BGKlFoyT7A
Popular information: https://t.co/27fOMthjC6
Advanced information: https://t.co/8eAnDVtM9k pic.twitter.com/M33UpKHGeV— The Nobel Prize (@NobelPrize) October 4, 2023
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, ‘কোয়ান্টাম ডটস এইভাবে মানবজাতির জন্য সবচেয়ে বড় সুবিধা নিয়ে আসছে। গবেষকরা মনে করেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স, ক্ষুদ্র সেন্সর, পাতলা সৌর কোষ এবং এনক্রিপ্ট করা কোয়ান্টাম যোগাযোগে অবদান রাখতে পারে। তাই আমরা এই ক্ষুদ্র কণাগুলোর কার্যকারীতা নিয়ে আরও গবেষণা শুরু করেছি।’
নোবেল কমিটির তথ্য অনুসারে, ১৯৬১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন মুঙ্গি বাওয়েন্দি । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক।
নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে।
অপরজন আলেক্সি একিমোভ। তিনি ১৯৪৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি নিউইয়র্কের ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনে কর্মরত।
২০২২ সালে রসায়নে নোবেল পান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডাল ও মার্কিন বিজ্ঞানী কে ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় গত বছর তারা নোবেল পান।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন পান। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।