Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দৈনন্দিন জীবনে বিপ্লব আনতে চলেছে কোয়ান্টাম প্রযুক্তি
    বিজ্ঞান ও প্রযুক্তি

    দৈনন্দিন জীবনে বিপ্লব আনতে চলেছে কোয়ান্টাম প্রযুক্তি

    Saiful IslamMarch 13, 20233 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়ান্টাম মেকানিক্স এতকাল পদার্থ বিদ্যার তাত্ত্বিক শাখা হিসেবেই সীমাবদ্ধ ছিল। ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগিয়ে অভাবনীয় উন্নতির ইঙ্গিত দিচ্ছেন গবেষকরা। সেই আশায় বিপুল সরকারি ও বেসরকারি বিনিয়োগও দেখা যাচ্ছে।

    কোয়ান্টাম প্রযুক্তি

    কোভেস্ট্রো বিশাল প্লাস্টিক উৎপাদন কোম্পানি। কোম্পানির গবেষণা বিভাগে এমন অনেকে কাজ করেন, রসায়নের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই। যেমন পদার্থবিদ্যায় পিএইচডি করা কোয়ান্টাম ফিজিসিস্ট হিসেবে ক্রিস্টিয়ান গোগোলিন সেখানে কী করছেন?

    তিনি নিজেই সেই সংশয় দূর করে বলেন, ‘কোয়ান্টাম কম্পিউটিং কৌশল ও কম্পিউটার রসায়নের অ্যাডভান্সড কৌশল প্রয়োগ করাই আমার কাজের লক্ষ্য। আমাদের সিমুলেসন বিশেষজ্ঞরা তার ভিত্তিতে কোম্পানির জন্য নতুন প্রক্রিয়া ও উপাদান সৃষ্টি করতে পারেন।’

       

    ল্যাবে পাঠানোর আগেই কোয়ান্টাম কম্পিউটার উপাদানের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে বলে আশা করা হচ্ছে। ফলে শুধু অনেক অর্থেরই সাশ্রয় হবে না, নতুন উপাদান সন্ধানের কাজও সহজ হয়ে উঠবে। যেমন পুনর্ব্যবহারযোগ্য উপাদান শনাক্ত করা যাবে। কোম্পানি, বিনিয়োগকারী, গবেষক সবাই আজকাল কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কথা বলছে।

    গবেষণার জন্য অর্থেরও অভাব দেখা যাচ্ছে না। ২০২৫ সাল পর্যন্ত শুধু জার্মান সরকারই ২০০ কোটি ইউরো বিনিয়োগ করছে। ভবিষ্যতে কোয়ান্টাম প্রযুক্তি কতদূর অগ্রসর হবে? এমন সম্ভাবনার দিকে একে একে নজর দেওয়া যাক। কোয়ান্টাম মেকানিক্সের নিয়মের কল্যাণে আড়ি পাতার আশঙ্কা দূর করে গোটা বিশ্বে নিরাপদে তথ্য প্রেরণ করা সম্ভব।

    ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাইনার ব্লাট এর ব্যাখ্যা করে বলেন, ‘কোয়ান্টাম কমিউনিকেশনসের ক্ষেত্রে নানা প্রক্রিয়া রয়েছে। আজই বড় আকারে এর প্রয়োগ সম্ভব, অর্থ দিয়ে কেনা যায়৷ যেমন ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের ক্ষেত্রে এর প্রয়োগ ঘটছে।

    ভেবে দেখুন, আজকাল আপনি কতবার ক্রেডিট কার্ড বা এমন লেনদেন করেন এবং অন্যদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, যাতে আড়ি পাতা অসম্ভব হওয়া উচিত। ভবিষ্যতে এই সব কোয়ান্টাম কমিউনিকেশনসের মাধ্যমে ঘটবে। ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে এই প্রযুক্তি অবশ্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার কি এমন মুদ্রার এনক্রিপশনের সঙ্গে পাল্লা দিতে পারবে? এর আরও একটি প্রয়োগ রয়েছে।

    রাইনার ব্লাট বলেন, ‘এখন প্রশ্ন হলো, আমার কোয়ান্টাম মেট্রোলজির কী প্রয়োজন? কোয়ান্টাম মেট্রোলজি পরিমাপের প্রচলিত প্রযুক্তিকে আরও সূক্ষ্ম করে তুলতে পারে। আমরা আরও দ্রুত ও আরও নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। এমনকি এমন সব বস্তুর পরিমাপ করতে পারি, যে কাজ সহজে সম্ভব হতো না। আমার মতে, এখনো এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে এর বিশাল বাজার গড়ে উঠবে। শিল্পখাতের অনেক শাখায় এর অনেক প্রয়োগ হবে।’

    যেমন ন্যাভিগেশন ব্যবস্থার উন্নতি করা যাবে। স্যাটেলাইট আরও নিখুঁতভাবে প্রস্তুত করা যাবে। চৌম্বক ক্ষেত্র আরও সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। হয়ত কোনো এক সময়ে মস্তিষ্কের তরঙ্গও মাপা যাবে। অনেক বড় আশা থাকলেও এখনো এমন প্রয়োগের জন্য উপযুক্ত হার্ডওয়্যার নেই।

    সাফল্যের পথে এখনো বিশাল বাধা রয়েছে। ভুলত্রুটির অবকাশও থেকে গেছে। অনেক প্রোটোটাইপ শুধু মাইনাস ২৭৩ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে। সে সব যন্ত্রের কম্পিউটিং শক্তিও অত্যন্ত কম। কিন্তু পরিস্থিতির উন্নতির লক্ষ্যে অনেক আইডিয়া রয়েছে।

    জার্মানির গবেষণা বিভাগের প্রধান হাইকে রিল বলেন, ‘আমরা মডিউলার সমাধান সূত্রের নতুন এক শাখা চালু করেছি। কারণ আমরা বিভিন্ন কোয়ান্টাম প্রসেসর পরস্পরের মধ্যে যুক্ত করতে পারলে সেই সম্মিলিত শক্তি একটি বড় প্রসেসরের মতো হয়ে উঠবে। তখন হাজার বা দশ হাজার কিউবিটের চেয়ে আরও দ্রুত কম্পিউটিংয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে।’

    এমন প্রচেষ্টা কি সফল হবে? শিল্পক্ষেত্রেও কি এর প্রয়োগ সম্ভব হবে? হলে কতদিন সময় লাগবে? তাত্ত্বিক পদার্থবিদ হিসেবে ইয়েন্স আইসার্ট মনে করেন, ‘কোয়ান্টাম বিপ্লব সম্পর্কে উদাসীন থাকা উচিত নয়, সেটা হবে বড় বোকামি। এর অভাবনীয় সম্ভাবনা রয়েছে। তবে এটাও মনে রাখতে হবে, যে বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে।

    অর্থাৎ, কোম্পানিগুলো এখনো এর প্রয়োগ বা নির্মাণ শুরু করে নি। বিশ্ববিদ্যালয়গুলোই বিষয়টি চর্চা করছে। কোনটা সম্ভব, কোনটা নয়, সে বিষয়ে এখনো তর্ক বিতর্ক চলছে। সবাই বিশাল অংকের বিনিয়োগ করছে। সেই সুযোগ যাতে হাতছাড়া না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

    এখনো বড় কিছু সম্ভব না হলেও ভবিষ্যতে এর সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আগামী দশ, তিরিশ বা হয়তো ৫০ বছরে কোন স্বপ্ন বাস্তব হয়ে উঠবে, সে বিষয়ে বিতর্ক চলছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আনতে কোয়ান্টাম চলেছে জীবনে দৈনন্দিন প্রযুক্তি বিজ্ঞান বিপ্লব
    Related Posts

    স্মার্টফোনের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

    October 31, 2025
    ১০টি স্মার্টফোন

    এ বছরের সেরা ১০টি স্মার্টফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষে

    October 31, 2025
    gaming smartphone

    Asus ROG Smartphone : সেরা ৫টি গেমিং ফোন!

    October 31, 2025
    সর্বশেষ খবর

    স্মার্টফোনের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

    ১০টি স্মার্টফোন

    এ বছরের সেরা ১০টি স্মার্টফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষে

    gaming smartphone

    Asus ROG Smartphone : সেরা ৫টি গেমিং ফোন!

    File Delete

    ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

    স্মার্টফোন

    ১০ হাজার টাকায় ৫টি দুর্দান্ত স্মার্টফোন

    সুপার টি-সেল

    ক্যানসার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

    Vivo T3 Ultra

    ৩০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ফিচারের সেরা 5G ফোনের তালিকা

    Mobile

    অবৈধ হ্যান্ডসেট ধরার প্রযুক্তি এনইআইআর, যে প্রক্রিয়ায় বাস্তবায়ন

    স্মার্টফোন

    Apple-এর সেরা iPhone মডেল: ৫টি অসাধারণ স্মার্টফোন

    Apps

    স্মার্টফোনে বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ যেভাবে চিনবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.