বিনোদন ডেস্ক : সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বছরে তিন কোটি টাকার বেতন, প্রতিদিন বিনামূল্যে খাবার, যত ইচ্ছা ছুটি নেওয়ার মতো একাধিক সুযোগ-সুবিধা। শুধু সুযোগ-সুবিধাই নয়, নতুন নতুন জিনিস শিখতেও পারছিলেন তিনি। অনেক প্রতিভাধর মানুষের সঙ্গে কাজ করার সুযোগ মেলায় গোটা বিষয়টি স্বপ্নের মতো লাগছিল তার কাছে।
সব মিলিয়ে কাজটা তার ভালই লাগছিল প্রথম দিকে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ছেড়ে দিলেন কোটি টাকার সেই চাকরি। কারণ আর কিছুই নয়, তার কাছে মনে হয়েছে চাকরিটা বড্ড একঘেঁয়ে!
আনন্দবাজারের অনলাইন প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে আমাজনের চাকরি ছেড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নেটফ্লিক্সে যোগ দেন আমেরিকার লিন। কোভিড আসার পরই বদলে যায় পরিস্থিতি। সহকর্মীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ বন্ধ হয়ে যায়। সার্বিকভাবে কাজকর্মের গতি কমে যাওয়ার রোজ গৎবাঁধা কাজ করতে বাধ্য হন তিনি। এতেই কাজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন লিন।
তাই শেষমেশ চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও বাবা-মা আপত্তি তুলেছিলেন। কিন্তু যে কাজ তিনি উপভোগ করতে পারছেন না, সেই কাজ তিনি করতে চান না বলেই জানিয়েছেন লিন। বর্তমানে কর্মহীন হলেও চাকরি ছেড়ে তিনি সুখী বলেই দাবি করেছেন। ভবিষ্যতে স্বাধীনভাবে নিজের জন্য কিছু করতে চান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।