জুমবাংলা ডেস্ক : যখন আমরা চাকরির জন্য প্রস্তুতি নিই তখন সবার প্রথমে যে বিষয়টা মনে আসে তা হল সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো পর্যায়ে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বেশির ভাগ করা হয়। তাই মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বিষয় পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।
১) প্রশ্নঃ মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ আয়রন (লোহা) ধাতু।
২) প্রশ্নঃ ভারতের জাতীয় সবজিটির নাম কী?
উত্তরঃ কুমড়ো।
৩) প্রশ্নঃ মোনালিসার ঠোঁট আঁকতে লিওনার্দো দ্য ভিঞ্চির কত বছর সময় লেগেছিল?
উত্তরঃ ১২ বছর।
৪) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে?
উত্তরঃ অসলো আর নরওয়ে।
৫) প্রশ্নঃ কোন নদীর জল সবসময় ফুটন্ত অবস্থায় থাকে?
উত্তরঃ শানে টিম্পিশকা (Shanay Timpishka), আমাজনের গভীর জঙ্গলে রয়েছে।
৬) প্রশ্নঃ কোন প্রাণী চোখ বন্ধ রেখে শিকার করে?
উত্তরঃ প্লাটিপাস।
৭) প্রশ্নঃ কোন নদীটি ব্রহ্মা গঙ্গা নামে পরিচিত?
উত্তরঃ গোদাবরী নদী।
৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে দামি ট্রেনের নাম কী?
উত্তরঃ মহারাজা এক্সপ্রেস (Maharaja Express)।
৯) প্রশ্নঃ মহাকাশে দূরত্ব মাপার সঠিক একক কোনটি?
উত্তরঃ আলোকবর্ষ।
১০) প্রশ্নঃ চাঁদে পৌঁছানো প্রথম ব্যক্তি কে ছিলেন?
উত্তরঃ নীল আমস্ট্রং (Neil Armstrong)।
১১) প্রশ্নঃ অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ বৌদ্ধধর্ম।
১২) প্রশ্নঃ বেলুন ভর্তি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ হাইড্রোজেন এবং হিলিয়াম উভয় গ্যাসই ব্যবহৃত হয়।
১৩) প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে হীরার খনি আছে?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে।
১৪) প্রশ্নঃ কোন ভারতীয় মহাপুরুষ সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy)।
পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সুখ পেলেন যুবতী, ভুলেও কারও সামনে দেখবেন না
১৫) প্রশ্নঃ এক ফোঁটা বী*র্য তৈরিতে কত ফোঁটা রক্তের প্রয়োজন হয় জানেন?
উত্তরঃ প্রায় ৬০ থেকে ১০০ ফোঁটা রক্তের প্রয়োজন হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.