কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। বিএনপি কুরআন ও সুন্নাহর আইন চায়না বলে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যে থাকতে চাই, আমাদের রক্তে মিশে আছে সেটা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যে থাকতে চাই, আমাদের রক্তে মিশে আছে সেটা। আমরা গর্বিত আমি একজন মুসলমান। কারণ আমরা সব সময় সত্য ও সততার পথে থাকি। ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই এ নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। এ নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা ইবাদত সঠিকভাবে করতে পারব এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে পারবো।
জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে মির্জা ফখরুল আরও বলেন, শহিদ ওসমান হাদিকে স্মরণ করছি, স্মরণ করছি রংপুরের আবু সাইদকে। আমাদের কে নিয়ে অনেকে অনেক অপপ্রচার চালায়, কিন্তু এদেশে আমাদের ধর্মবোধ, সংস্কৃতি, কৃষ্টি কালচার কে ধরে রাখার জন্য আমরাই সবচেয়ে বেশি কাজ করেছি। আমাদের সাবধান থাকতে হবে, আমরা ভুল করে বিভেদ করে চক্রান্তকারীদের যেন হাতে না পড়ি।
এ সময় তিনি নিজের পক্ষে ভোট চেয়ে বলেন, এটাই আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়েছে, আপনারা যদি মনে করেন আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি কাজ করতে পেরেছি তাহলে আমার জন্য দোয়া করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



