কোটা নিয়ে এবার যা বললেন তসলিমা নাসরিন

Taslima Nasrin

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের অগ্রসরে শুধু নারী কোটা চান কবি ও কথাসাহিত্যিক তসলিমা নাসরিন। এক ফেসবুক পোস্টে এমন মত প্রকাশ করেছেন প্রবাসী এই লেখিকা। এছাড়াও বললেন, কোটার বিরোধিতা করা মানে তো রাজাকারি করা নয়।

Taslima Nasrin

চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তসলিমা নাসরিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী ভয়ঙ্কর স্লোগান দিয়ে মিছিল বের করেছে। তারা কি বাধ্য হচ্ছে এমন স্লোগান দিতে? তারা চাকরিতে কোটার বিরোধিতা করছে। নানা রকম কোটার বিরোধিতা পৃথিবীর নানা দেশে মানুষ করেই। এ নতুন কিছু নয়।

তার ভাষ্য, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও কোটার সুবিধে পাবে, এ হয়তো একটু বাড়াবাড়িই।

কোটার বিরোধিতা করা মানে তো রাজাকারি করা নয়- এমনটাই জানিয়ে তসলিমা নাসরিন বলেন, অনেক মুক্তিযোদ্ধার পরিবারেই মোল্লাতন্ত্রকে সমর্থন করার লোক পাওয়া যায়। যারা মুক্তিযুদ্ধ করেনি, তাদের পরিবারে রাজাকার থিকথিক করছে, তা তো সত্যি নয়। কোটার বিরোধিতা করা মানে তো রাজাকারি করা নয়।

আমেরিকার হলিউড, ভারতের বলিউড বললেও পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি বলে?

নারীদের কোটা অবশ্যই থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, তবে যে কোটা অবশ্যই থাকা দরকার, তা নারী কোটা। নারীকে আদিকাল থেকে কুৎসিত পুরুষতান্ত্রিক প্ল্যান অনুযায়ী শিক্ষা এবং স্বনির্ভরতা থেকে বঞ্চিত করা হয়েছে, সে কারণে নারীর জন্য কোটাটা জরুরি।