বিনোদন ডেস্ক : দীর্ঘদিন বড় পর্দা থেকে অনুপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এতে অনেকেই তাকে বেকার বলে আখ্যাখিত করেছিলেন। তবে চমক দেখিয়ে এই চিত্রনায়ক এবার কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের ছবির শুটিং করছেন।
ছবিটির শুটিং শেষ না হতেই আরও একটি নতুন সিনেমায় জুটি হওয়ার সুখবর দিয়েছেন জায়েদ-সায়ন্তিকা। নতুন ছবিটির নাম ‘টাইগার’। এ সিনেমাটি পরিচালনা কামরুজ্জামান রুমান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা।জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জায়েদ খান বলেন, ‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’-এ চুক্তিবদ্ধ হয়েছি।
‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ৩০ আগস্ট সকালে সায়ন্তিকা ঢাকায় আসেন। তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।
ঘরের মধ্যে এসেই খুলে ফেললেন সবকিছু, উরফির নতুন ভিডিও তুমুল ভাইরাল
সায়ন্তিকাকে এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন টলিগঞ্জের এ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।