জুমবাংলা ডেস্ক : সাপের গালেও চুমু, ব্যাঙের গালেও চুমু। প্রচলিত কথাটা অনেকেই শুনে থাকবেন। সাধারণত কটাক্ষ করতেই কথাটি ব্যবহার করা হয়। তবে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত শুধুমাত্র সাপের গায়েই চুমু খেয়েছেন। তাও আবার এলেবেলে নয়, পাইথনকে চুম্বন করে চমকে দিয়েছেন অভিনেতা।
গলা জড়িয়ে রয়েছে ইয়া এক পাইথন। দু হাতে ধরেও কুলিয়ে উঠতে পারছেন না দিব্যজ্যোতি। তবুও তিনি অকুতোভয়। দিব্যি হাসিমুখেই চুমু খেলেন পাইথনের মসৃণ শরীরে। একবার নয়, একাধিক বার। দিব্যজ্যোতিকে বোঝা দায় যে গলা জড়িয়ে রয়েছে এক অতিকায় পাইথন। কোনো সাধারণ পোষ্যর মতোই সাপটিকে দু হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সবথেকে সুন্দর এবং নিরীহ পাইথন’। কমেন্ট বক্সে মন্তব্যের ঢল নেটিজেনদের। একজন লিখেছেন, ‘খতরো কে খিলাড়িতে চলে যাও’। আবার কারোর মশকরা, ‘মিশকা থাকতে এটার কী প্রয়োজন সূর্য?’ আরেকজন আবার ব্ল্যাক মাম্বা নিয়ে ছবি তোলার আবদার করেছেন।
আসলে এই মুহূর্তে ব্যাঙ্ককে রয়েছেন দিব্যজ্যোতি। পুজোর ছুটিতে সপরিবারে থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন তিনি। সেখান থেকেই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন অভিনেতা। কখনো নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, আবার কখনো সাফারি পার্কে ফ্যামিলি পিকচার শেয়ার করছেন।
লাল শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে উদ্দাম ড্যান্স দিলো অভিনেত্রী যামিনীর
দিব্যজ্যোতিকে আপাতত দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে। নায়ক সূর্যর চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন স্বস্তিকা ঘোষ। এর আগে স্টারে ‘দেশের মাটি’ সিরিয়ালে দেখা গিয়েছিল দিব্যজ্যোতিকে। কিন্তু কম টিআরপির কারণে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল সে সিরিয়াল।কিন্তু অনুরাগের ছোঁয়া প্রথম থেকেই বেশ ভাল টিআরপি দিচ্ছে। প্রতি সপ্তাহেই সেরা দশের তালিকায় জায়গা করে নেয় সিরিয়ালটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।