‘র’ অক্ষরের ব্যক্তিরা কেমন হয়? যা ঘটতে পারে ভবিষ্যতে

র অক্ষরের ব্যক্তিরা

লাইফস্টাইল ডেস্ক : সংখ্যাতত্ত্ব অনুযায়ী কারোর নামের প্রথম অক্ষর সেই ব্যক্তির প্রকৃত চরিত্র কেমন হবে তা ইঙ্গিত দিয়ে থাকে। সেইসঙ্গে ভবিষ্যতে কেমন হবে তারও আভাস দিয়ে থাকে নামের প্রথম অক্ষর। ফলে নামের প্রথম বর্ণমালা ব্যক্তিত্বের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে। ইংরাজি বর্ণমালার মতো বাংলা বর্ণমালাতে এমন বিষয় রয়েছে। জানুন নামের প্রথম অক্ষর র দিয়ে শুরু হলে, সেই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হয়।

র অক্ষরের ব্যক্তিরা

কেমন হয় ব্যক্তিত্ব?

নামের প্রথম অক্ষর র দিয়ে হলে সেই ব্যক্তি নিজের পরিবারের প্রতি বিশেষ আস্থাভাজন থাকেন। সেই সঙ্গে এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন। অসাধারণ ব্যক্তিত্বের জন্য এরা সকলের কাছেই জনপ্রিয় থাকেন। পাশাপাশি র দিয়ে নাম হলে এঁরা খুব সৃজনশীল ব্যক্তিত্বের হয়ে থাকেন। এর অত্যন্ত দয়ালু এবং উদার প্রকৃতির হন।

তবে এসব ক্ষেত্রে তাঁদের সতর্ক থাকা প্রয়োজন। কারণ, অতিরিক্ত উদার হতে গিয়ে এরা অনেক সময়ে সবাইকে বিশ্বাস করে ফেলেন। এর ফলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদের একটা বিশেষ গুণ রয়েছে। সাধারণ র নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিত্বদের নিজস্ব একটা জগৎ রয়েছে। সেই জগতের মধ্যেই তাঁরা থাকতে চান। বাইরে কী হচ্ছে, সেই বিষয়ে মাথা খাটান না।

ভবিষ্যত কেমন?

র দিয়ে নাম শুরু হলে তাঁরা অত্যন্ত পরিশ্রমী স্বভাবে হয়ে থাকেন। নিজের দায়িত্ব নিজেই নিতে ভালোবাসেন। এদের বন্ধুতালিকা বেশ বড় হয়। তবে তর্ক থেকে এরা নিজদের দূরে রাখতেই পছন্দ করেন। তবে টাকা খরচের বিষয়ে এরা খুব সাবধানে থাকেন। প্রয়োজন ছাড়া এরা টাকা খরচ করতে চান না। বলা যায় খরচের বিষয়ে অনেকটা সাবধানী এরা।

প্রাকৃতিক উপায়ে উচ্চতা বাড়নোর উপায়

এই জন্য বন্ধুমহলে অনেকে এদের আবার কৃপণ ভেবে থাকেন। তবে দামী বা খুব আলোচিত বিষয়ের উপর এদের ঝোঁক সবসময় বেশি থাকে। মাঝে মধ্যে এরা বেশ আবেগপ্রবণ হয়ে যান। কারোর কোনও প্রকার ক্ষতি এরা করেন না। র দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিত্বরা প্রেমের ক্ষেত্রেও সর্বদা বিশ্বাসী।