জুমবাংলা ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
সোমবার (৮ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮-এর অধিনায়ক, র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।
এ ছাড়া র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।