জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে র্যাব। তাদের পরিচালিত কার্যক্রমসমূহ হল,
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, আনসার এবং বিজিবি এর সহায়তায় জয়েন্ট প্যাট্রলিং পরিচালনা করা।
রাজধানীসহ বিভিন্ন স্থানে ছাত্রদের সাথে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ছাত্রদের সাথে সমন্বয় করে সারাদেশে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুটকৃত/হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম পরিচলনা করা।
কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না: প্রধান নির্বাচক
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং দেশের বিভিন্ন থানা ও পুলিশের ইউনিটসমূহের কার্যক্রম শুরু করতে সেনাবাহিনীর সাথে সহযোগিতা করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।