সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্যও ব্যবহার করা হয়নি। র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে- এটা কেউ প্রমাণ করতে পারবে না, বলতেও পারবে না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাবর বলেন, জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন।
দায়িত্ব পালনে তিনি যে সিদ্ধান্ত প্রয়োজন মনে করতেন, সেটার পূর্ণ সমর্থন দিতেন। আমি যা চেয়েছি, উনি আমাকে তাই দিয়েছেন।
তিনি আরও জানান, অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হতো না। খালেদা জিয়াকে একজন কঠোর অথচ ন্যায়পরায়ণ নেত্রী হিসেবে উল্লেখ করে বাবর বলেন, তিনি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে তার সঙ্গে কাজ করেছেন এবং তার দেশপ্রেম নিজ চোখে দেখেছেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলেও মন্তব্য করেন।
নিজের উপস্থিতি প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকেই এখানে এসেছি।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই কবর জিয়ারতে অংশ নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


